তিন পদে নজর সবার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ৩৪
Thumbnail image

সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অবশেষে অনুষ্ঠিত হচ্ছে। এক দফা তারিখ পেছানোর পর আজ মঙ্গলবার নগরীর রেজিস্টারি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্মেলন শেষে কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন কাউন্সিলররা। তাই এই তিন পদে কারা নির্বাচিত হন সেদিকেই নজর সবার।

জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের জন্য রেজিস্টারি মাঠ প্রস্তুত করা হয়েছে। মাঠজুড়ে শামিয়ানা টানানো হয়েছে। আলোকসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। কর্মী-সমর্থকেরা নিজেদের পছন্দের নেতার ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন টানিয়েছেন সমাবেশস্থলের আশপাশে। সড়কের বিভিন্ন পয়েন্টে তৈরি করা হয়েছে তোরণ।

গতকাল সোমবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে ভোটারদের মাঝে কাউন্সিলর কার্ডও বিতরণ করে নির্বাচন কমিশন।

সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সম্মেলনের পরপরই অনুষ্ঠিত হবে জেলা বিএনপির কাউন্সিল। সিলেট জেলা বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করবেন ১ হাজার ৮১৮ কাউন্সিলর।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার কাউন্সিলে ভোট দেবেন ১ হাজার ৮১৮ জন ভোটার। এর আগে ১৯৯৩ সালে একবার এভাবে বিভিন্ন ইউনিট কমিটির সবাই জেলা কাউন্সিলে ভোট দিয়েছিলেন। আর দীর্ঘ ২৯ বছর এবার সেই নিয়মে হচ্ছে জেলা বিএনপির নির্বাচন।

১৬ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র কেনেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ জন নেতা। কিন্তু কেন্দ্রের নির্দেশনায় গত ১৭ মার্চ সকালে জেলা বিএনপি সিদ্ধান্ত নেয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা ওই দিন মনোনয়নপত্র জমা দেন।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন ১৩ নেতা। তবে যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৩ পদে লড়াই করবেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ লড়াই করবেন।

কাউন্সিলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের চাপে তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।

বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল গাফফার বলেন, এবারে মোট ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর ভোট দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত