ফরিদ খান মিন্টু, শরণখোলা (বাগেরহাট)
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নির্মম স্মৃতি ভুলতে পারেননি গণহত্যার শিকার শরণখোলার লাকুড়তলা গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দারা। আজও তাঁদের কান্না থামেনি। ওই গ্রামের বিরলা রানী (৮৫), শোভা রানী (৭০) ও উষা রানী (৭৫) সেদিনের বিভীষিকার কথা মনে করে এখনো আঁতকে ওঠেন। এখনো চলছে তাঁদের জীবনযুদ্ধ।
সেদিনের স্মৃতি স্মরণ করে তাঁরা বলেন, তখন আষাঢ় মাস (মে মাসের শেষের দিকে)। রাজাকার বাহিনী তাঁদের হিন্দু গ্রামে ঢুকে প্রথমে সব বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় আতঙ্কে তাঁরা বাড়িঘর ছেড়ে ঝোপঝাড়ে লুকান। এ সময় রাজাকারেরা হুইসেল বাজিয়ে লুটপাট চালান। তাঁদের খুঁজতে থাকেন। যে সব পুরুষকে তারা খুঁজে পায় তাঁরা কেউ বেঁচে নাই।
সেদিন তাঁদের গ্রামের মহানন্দ সমদ্দার, মনিন্দ্র সাধক, বিমল সাধক, অটল কুলু, মনোরঞ্জন কুলু, গোপাল চন্দ্র হাওলাদার, ক্ষিরোধ বিহারী কুলু, অনন্ত হাওলাদারসহ আরও অনেককে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
বিরলা রানী বলেন, পুরুষদের খুঁজতে গিয়ে রাজাকারেরা তাঁকে ধরে ফেলেন। রাইফেল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। অশ্লীল গালিগালাজের পর তাঁর সিঁথি থেকে সিঁদুর মুছে দেন।
উষা রানী সেদিনের তাণ্ডবের কথা মনে করে বলেন, কোনো মানুষের জীবনে যেন এমন দিন না আসে। সে দিনের কথা মনে পড়লেও গা শিহরে ওঠে।
শোভা রানী বলেন, ‘সেদিন রাজাকারেরা আমার বাবা মহানন্দ সমদ্দার আর আমার স্বামী মনিন্দ্র সাধককে কুপিয়ে হত্যার পর লাশ লাকুড়তলার খালে ভাসিয়ে দেয়। একই দিনে আমি আর আমার মা মানকুমারীর সিঁথির সিঁদুর মুছে যায়। একই দিনে বিধবা হয়ে যাই মা ও মেয়ে।’
কথা বলতে গিয়ে বারবার বিবর্ণ কাপড়ের আঁচলে চোখ মোছেন শোভা রানী। বলতে থাকেন তাঁর জীবনের ৫০ বছরের কষ্টগাথা। তিনি বলেন, ‘মায়ের সঙ্গে আমার কোলের দু-বছরের মেয়ে সুরা বালাকে নিয়ে পালিয়ে প্রথমে তাফালবাড়ী, পরের দিন সুন্দরবনে বগী ক্যাম্পে পৌঁছাই। সেখানে তিন দিন থাকার পরে অনেকের সঙ্গে নৌকায় করে ভারতের উদ্দেশে পাড়ি জমাই। নৌকায় প্রায় এক মাস আমাদের ভাসতে হয় জলে আর জঙ্গলে। কত সময় যে না খেয়ে থাকতে হয়েছে তা মনেও করতে পারছি না। কষ্টে বুক ভেসে যায়।’
বাড়িতে রাজাকারেরা লুটপাট করে টাকা-পয়সা সোনা-দানা নিয়ে যাওয়ায় প্রায় খালি হাতে নৌকায় উঠতে হয় শোভা রানী। খাবারের অভাবে দুই বছরের শিশু সুরা বালার সে কষ্ট আজও ভুলতে পারেন না তিনি।
শোভা রানী আরও বলেন, তাঁর বাবাকে হত্যা করায় তাঁর মা মানকুমারী তাঁদের পাঁচ ভাই-বোনকে যেমন অভাব অনটনে বড় করেছেন। ঠিক তেমনি তাঁর মেয়ে সুরা বালাকে পিতৃস্নেহ ছাড়াই অভাব অনটনের মধ্যে বড় করেছেন। এখন তাঁর বয়স ৫২ বছর। ৫০ বছরে ঠিক তাঁরই মতো বাবা হারানোর শোক নিয়ে বেড়ে উঠেছে।
বয়সের ভারে রোগাক্রান্ত শোভা রানী বলেন, বাবা মারা যাওয়ায় অভাবের কারণে দুই ভাই দ্বীজেন আর বিজেন অনেক আগেই দেশ ছেড়েছেন। অন্য দুই ভাই পিযুষ আর ষড়ানন সমদ্দার অভাবের সঙ্গে যুদ্ধ করছেন।
সুরবালার স্বামী শান্তি রঞ্জন বলেন, অভাব অনটনের সংসারে তাঁদের চার সন্তানের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে পলাশ দিনমজুর।
স্বাধীনতার ৫০ বছরেও এসব পরিবারের কেউ খবর নেয়নি বলে অভিযোগ তাঁদের। বিরলা, শোভা ও উষা রানীদের ক্ষোভ একই। দেশের জন্য সর্বস্ব হারিয়ে তাঁরা আজ অসহায়। বাড়িঘর, সহায়-সম্পদ ও আপনজন হারিয়েও তাঁদের গ্রামের কারও ভাগ্যে কিছুই জোটেনি। এখনো তাঁরা যুদ্ধ করছেন জীবনের সঙ্গে।
শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন ইয়াং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা বলেন, গণহত্যার শিকার কেউ কেউ শহীদ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়ে সুযোগ-সুবিধা পাচ্ছেন। গণহত্যার শিকার সকল পরিবারকে এ সুবিধা দেওয়া উচিত।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান বলেন, গণহত্যায় যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। তাঁদের জন্য ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।
স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নির্মম স্মৃতি ভুলতে পারেননি গণহত্যার শিকার শরণখোলার লাকুড়তলা গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দারা। আজও তাঁদের কান্না থামেনি। ওই গ্রামের বিরলা রানী (৮৫), শোভা রানী (৭০) ও উষা রানী (৭৫) সেদিনের বিভীষিকার কথা মনে করে এখনো আঁতকে ওঠেন। এখনো চলছে তাঁদের জীবনযুদ্ধ।
সেদিনের স্মৃতি স্মরণ করে তাঁরা বলেন, তখন আষাঢ় মাস (মে মাসের শেষের দিকে)। রাজাকার বাহিনী তাঁদের হিন্দু গ্রামে ঢুকে প্রথমে সব বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় আতঙ্কে তাঁরা বাড়িঘর ছেড়ে ঝোপঝাড়ে লুকান। এ সময় রাজাকারেরা হুইসেল বাজিয়ে লুটপাট চালান। তাঁদের খুঁজতে থাকেন। যে সব পুরুষকে তারা খুঁজে পায় তাঁরা কেউ বেঁচে নাই।
সেদিন তাঁদের গ্রামের মহানন্দ সমদ্দার, মনিন্দ্র সাধক, বিমল সাধক, অটল কুলু, মনোরঞ্জন কুলু, গোপাল চন্দ্র হাওলাদার, ক্ষিরোধ বিহারী কুলু, অনন্ত হাওলাদারসহ আরও অনেককে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
বিরলা রানী বলেন, পুরুষদের খুঁজতে গিয়ে রাজাকারেরা তাঁকে ধরে ফেলেন। রাইফেল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। অশ্লীল গালিগালাজের পর তাঁর সিঁথি থেকে সিঁদুর মুছে দেন।
উষা রানী সেদিনের তাণ্ডবের কথা মনে করে বলেন, কোনো মানুষের জীবনে যেন এমন দিন না আসে। সে দিনের কথা মনে পড়লেও গা শিহরে ওঠে।
শোভা রানী বলেন, ‘সেদিন রাজাকারেরা আমার বাবা মহানন্দ সমদ্দার আর আমার স্বামী মনিন্দ্র সাধককে কুপিয়ে হত্যার পর লাশ লাকুড়তলার খালে ভাসিয়ে দেয়। একই দিনে আমি আর আমার মা মানকুমারীর সিঁথির সিঁদুর মুছে যায়। একই দিনে বিধবা হয়ে যাই মা ও মেয়ে।’
কথা বলতে গিয়ে বারবার বিবর্ণ কাপড়ের আঁচলে চোখ মোছেন শোভা রানী। বলতে থাকেন তাঁর জীবনের ৫০ বছরের কষ্টগাথা। তিনি বলেন, ‘মায়ের সঙ্গে আমার কোলের দু-বছরের মেয়ে সুরা বালাকে নিয়ে পালিয়ে প্রথমে তাফালবাড়ী, পরের দিন সুন্দরবনে বগী ক্যাম্পে পৌঁছাই। সেখানে তিন দিন থাকার পরে অনেকের সঙ্গে নৌকায় করে ভারতের উদ্দেশে পাড়ি জমাই। নৌকায় প্রায় এক মাস আমাদের ভাসতে হয় জলে আর জঙ্গলে। কত সময় যে না খেয়ে থাকতে হয়েছে তা মনেও করতে পারছি না। কষ্টে বুক ভেসে যায়।’
বাড়িতে রাজাকারেরা লুটপাট করে টাকা-পয়সা সোনা-দানা নিয়ে যাওয়ায় প্রায় খালি হাতে নৌকায় উঠতে হয় শোভা রানী। খাবারের অভাবে দুই বছরের শিশু সুরা বালার সে কষ্ট আজও ভুলতে পারেন না তিনি।
শোভা রানী আরও বলেন, তাঁর বাবাকে হত্যা করায় তাঁর মা মানকুমারী তাঁদের পাঁচ ভাই-বোনকে যেমন অভাব অনটনে বড় করেছেন। ঠিক তেমনি তাঁর মেয়ে সুরা বালাকে পিতৃস্নেহ ছাড়াই অভাব অনটনের মধ্যে বড় করেছেন। এখন তাঁর বয়স ৫২ বছর। ৫০ বছরে ঠিক তাঁরই মতো বাবা হারানোর শোক নিয়ে বেড়ে উঠেছে।
বয়সের ভারে রোগাক্রান্ত শোভা রানী বলেন, বাবা মারা যাওয়ায় অভাবের কারণে দুই ভাই দ্বীজেন আর বিজেন অনেক আগেই দেশ ছেড়েছেন। অন্য দুই ভাই পিযুষ আর ষড়ানন সমদ্দার অভাবের সঙ্গে যুদ্ধ করছেন।
সুরবালার স্বামী শান্তি রঞ্জন বলেন, অভাব অনটনের সংসারে তাঁদের চার সন্তানের মধ্যে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে পলাশ দিনমজুর।
স্বাধীনতার ৫০ বছরেও এসব পরিবারের কেউ খবর নেয়নি বলে অভিযোগ তাঁদের। বিরলা, শোভা ও উষা রানীদের ক্ষোভ একই। দেশের জন্য সর্বস্ব হারিয়ে তাঁরা আজ অসহায়। বাড়িঘর, সহায়-সম্পদ ও আপনজন হারিয়েও তাঁদের গ্রামের কারও ভাগ্যে কিছুই জোটেনি। এখনো তাঁরা যুদ্ধ করছেন জীবনের সঙ্গে।
শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন ইয়াং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা বলেন, গণহত্যার শিকার কেউ কেউ শহীদ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়ে সুযোগ-সুবিধা পাচ্ছেন। গণহত্যার শিকার সকল পরিবারকে এ সুবিধা দেওয়া উচিত।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান বলেন, গণহত্যায় যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। তাঁদের জন্য ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪