Ajker Patrika

পোশাকশিল্পে ক্রয়াদেশ কমেছে ২০ শতাংশ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাকশিল্পে ক্রয়াদেশ কমেছে ২০ শতাংশ: বিজিএমইএ

বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে, পোশাক রপ্তানির প্রধান দুই গন্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে সার্বিক ক্রয়াদেশ কমেছে অন্তত ২০ শতাংশ।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ১২-১৮ নভেম্বরে অনুষ্ঠেয় ‘মেড ইন বাংলাদেশ উইক-২০২২’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ সময় সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ বিজিএমইএর পরিচালকেরা উপস্থিত ছিলেন।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে পোশাক খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পারে উল্লেখ করে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ভালো ছিল। তবে ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে ক্রয়াদেশ ক্রমেই কমছে ২০-৩০ শতাংশ।

পোশাক খাতে প্রবৃদ্ধি ধরে রাখার জন্য নতুন নতুন বাজার অনুসন্ধানের পরিকল্পনা তুলে ধরে ফারুক বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোশাক রপ্তানি বাড়ানোর জন্য আমরা সেখানের কয়েকটি দেশের বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোশাকের বাজার সৃষ্টির মাধ্যমে এই খাতে সম্ভাব্য নেতিবাচক প্রবৃদ্ধির যে চ্যালেঞ্জ আছে, আমরা তা মোকাবিলা করতে পারব।’ 

বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাকশিল্পে আমাদের দখলে আছে ৬ দশমিক ৮ শতাংশ বাজার। এই বাজার শেয়ারকে চলতি বছরের মধ্যে ৮ শতাংশে নিয়ে যেতে চাই।’ ফারুক হাসান বলেন, ‘আমরা জাপানে পোশাক রপ্তানি ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছি। সামনে ওখানে রপ্তানি আরও বাড়বে। দক্ষিণ কোরিয়াতে রপ্তানি শিগগিরই ১ বিলিয়ন ডলার অতিক্রম করবে। এই অর্থবছরে আমরা ভারতেও পোশাক রপ্তানি ১ বিলিয়ন ডলার অতিক্রম করে যাব।’

রপ্তানিমুখী শিল্পকারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। স্থানীয় পর্যায়ে গ্যাস-বিদ্যুতের সংকটের প্রভাব আমাদের পোশাকশিল্পেও পড়ছে এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে।’

 ১২-১৮ নভেম্বর অনুষ্ঠেয় ‘মেড ইন বাংলাদেশ উইক-২০২২ আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করে ফারুক হাসান বলেন, বিজিএমইএ পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এই শিল্পের সঙ্গে সম্পর্কিত নেতিবাচক ধারণা পরিবর্তন করতে এই অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের জন্য উদ্যোগ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দিকগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা, পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক ধারণার পরিবর্তন করা এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ও রিটেইলারদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পকে টেকসই ও ইনোভেটিভ শিল্প হিসেবে উপস্থাপন করা হবে।

সভাপতি আরও বলেন, ‘বিগত ৪০ বছরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবদান আন্তর্জাতিক মহলে তুলে ধরতে মেড ইন বাংলাদেশ উইকের আয়োজন করতে যাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত