বগুড়া প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলায় ৩১ জানুয়ারি ৭টিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইতিমধ্যে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনও প্রস্তুত। আর সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে জেলা পুলিশ-প্রশাসন।
নির্বাচনী প্রচারে মুখরিত উপজেলার সোনাতলা সদর, মধুপুর, তেকানী চুকাইনগর, পাকুল্যা, জোড়গাছা, দিগদাইড় ও বালুয়া ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সোনাতলার সব কটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অলিগলি।
মাইকে মাইকে চলছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সমর্থনে বিভিন্ন গানসংবলিত প্রচার। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করতে দল বেঁধে নানা সাজে, নানা ব্যতিক্রমী স্লোগানে চলছে মিছিল। গণসংযোগ, মিছিলে অংশ নেওয়া প্রার্থীদের যেন দম ফেলার ফুরসত নেই। চায়ের দোকান, বাজারঘাট, লোকালয় সর্বত্রই এখন শুধুই ভোটের প্রচার ও আলোচনা।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচার চলবে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাতলার সব ইউপিতে নির্বাচন।
৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৭ ও সাধারণ সদস্য পদে ২৭২ জনসহ মোট ৪০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ লাখ ৩৫ হাজার ৯৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ৬৮ হাজার ৫৩৭ জন। ৭৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আশরাফ হোসেন বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা এবং সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় ভালোভাবে এগিয়ে চলেছে নির্বাচনী প্রস্তুতি। আশা করছি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বগুড়ার সোনাতলা উপজেলায় ৩১ জানুয়ারি ৭টিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইতিমধ্যে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনও প্রস্তুত। আর সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে জেলা পুলিশ-প্রশাসন।
নির্বাচনী প্রচারে মুখরিত উপজেলার সোনাতলা সদর, মধুপুর, তেকানী চুকাইনগর, পাকুল্যা, জোড়গাছা, দিগদাইড় ও বালুয়া ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সোনাতলার সব কটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অলিগলি।
মাইকে মাইকে চলছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সমর্থনে বিভিন্ন গানসংবলিত প্রচার। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করতে দল বেঁধে নানা সাজে, নানা ব্যতিক্রমী স্লোগানে চলছে মিছিল। গণসংযোগ, মিছিলে অংশ নেওয়া প্রার্থীদের যেন দম ফেলার ফুরসত নেই। চায়ের দোকান, বাজারঘাট, লোকালয় সর্বত্রই এখন শুধুই ভোটের প্রচার ও আলোচনা।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচার চলবে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাতলার সব ইউপিতে নির্বাচন।
৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৭ ও সাধারণ সদস্য পদে ২৭২ জনসহ মোট ৪০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ লাখ ৩৫ হাজার ৯৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ৬৮ হাজার ৫৩৭ জন। ৭৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আশরাফ হোসেন বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা এবং সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় ভালোভাবে এগিয়ে চলেছে নির্বাচনী প্রস্তুতি। আশা করছি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে