Ajker Patrika

মোশাররফের সঙ্গে মিমি ও মিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মোশাররফের সঙ্গে মিমি ও মিম

ওটিটি ও সিনেমায় মনোযোগ বাড়ালেও টিভি নাটককে ভুলে যাননি মোশাররফ করিম। সংখ্যায় কম হলেও এখনো নিয়মিত ছোট পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এ অভিনেতা শেষ করেছেন ‘হারামখোর’ নাটকের কাজ। জুয়েল এলিনের রচনা ও ইমরান হাওলাদারের পরিচালনায় এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন মিম চৌধুরী ও অনিন্দিতা মিমি। ইমরান ও কনার গাওয়া ‘আমার হৃদয় একটা আয়না’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন অনিন্দিতা মিমি। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে মিম চৌধুরী দীর্ঘদিন ধরেই আছেন নাচ ও অভিনয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্পটা ভালো লেগেছে আমার। আর মিম ও মিমি দুজনেই ভালো করার চেষ্টা করেছে। আমি যথারীতি ওদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার চরিত্রটিতেও বেশ ভিন্নতা আছে।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এবং একটি বস্তিতে হয়েছে শুটিং। পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরে ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

আরও এক নতুন খবর হলো, মোশাররফ করিম শেষ করেছেন ‘মহানগর ২’ ওয়েব সিরিজের শুটিং।  বর্তমানে চলছে আলোচিত এ ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ। প্রযোজনা সংস্থা জানিয়েছে, রোজার ঈদেই দেখা যাবে মহানগরের নতুন অধ্যায়। বড় পর্দায় দেশে মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ অভিনীত তিন সিনেমা—‘বৈদ্য’, ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’, আর কলকাতায় মুক্তির অপেক্ষায় ‘হুব্বা সিং’। কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন মোশাররফ। ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটি রচনা ও সুরও করেছেন তিনি। সংগীত পরিচালনায় আশরাফ বাবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত