পিএসজির বাঁচা-মরার লড়াই

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সবশেষ ১৮ বছর আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল পিএসজি। এবারের মৌসুমে সেই দুঃস্মৃতি তাড়া করে ফিরছে তাদের। আজ হারলেই ২০০৪-০৫ মৌসুমের মতো শুরুতেই ছিটকে যাবে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। 

ড্রয়ের সময়ই ‘মৃত্যুকূপ’ হিসেবে দেখা হয়েছিল পিএসজি, ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসলের ‘এফ’ গ্রুপকে। তার যথার্থ প্রমাণই পাওয়া যাচ্ছে গ্রুপপর্বের শেষ রাউন্ডে এসে। ডর্টমুন্ডের শেষ ষোলো নিশ্চিত হলেও তাদের গ্রুপসঙ্গী হতে বাকি তিন দলেরই সুযোগ রয়েছে। বুন্দেসলিগার দলটির মাঠ ইদুনা পার্কে পিএসজির ভাগ্যে আজ কী আছে, তা ম্যাচ শেষেই জানা যাবে। 

ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সও অবশ্য বেশ ভালো পিএসজির। শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবারের দেখায় প্রতিপক্ষের এক জয়ের বিপরীতে দুবার জিতেছে তারা। এবারের প্রথম লেগেও ঘরের মাঠে জিতেছে পার্ক দ্য প্রিন্সেসের রাজারা। এবার প্রতিপক্ষের মাঠে জিতলেই শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে তারা। 

উল্টো কিছু হলে এসি মিলান ও নিউক্যাসলের ম্যাচের দিকে তাদের চোখ রাখতে হবে। পিএসজি হারলে তাদের গ্রুপসঙ্গী মিলান ও নিউক্যাসলের মধ্যে যে দল জিতবে তারাই ডর্টমুন্ডের সঙ্গী হবে। আর নিজেরা ড্র করলে বাকি দুই দলের লড়াই যেন ড্র হয়, সেই প্রার্থনা করতে হবে তাদের। অন্যথায় গোলের হিসাব-নিকাশের মধ্যে যেতে হবে। 

তবে এত হিসাব-নিকাশের মধ্যে যেতে চান না পিএসজির কোচ লুইস এনরিকে। নিজেদের কাজে মনোযোগ দেওয়ার কথা বলেছেন স্প্যানিশ কোচ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেদের দিকে মনোযোগ দেওয়া। যদি আমরা জয় পাই তাহলে প্রথম থেকে শেষ করতে পারব। হারলেও সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। তখন সমীকরণটা বেশ জটিল হবে। তবে আমি আশা করি, জয়ে কাজটা সহজ করব।’ 

‘এফ’ গ্রুপের ত্রিমুখী লড়াইয়ের মতো সমীকরণ নিয়ে আজ রাতে মাঠে নামবে পোর্তো ও শাখতার দোনেৎস্ক। নিজেদের মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে, তারাই বার্সোলোনার গ্রুপসঙ্গী হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত