Ajker Patrika

পূর্বধলায় আসামি ছিনতাই, পুলিশ সদস্য আহত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
পূর্বধলায় আসামি ছিনতাই, পুলিশ সদস্য আহত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে বুলবুল (২৮) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনেরা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের পূর্ব ভিকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামসহ দুই জন আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বুলবুলকে তাঁর বাড়িতে পূর্বধলা থানা-পুলিশ গ্রেপ্তার করে।

পরে আসামির স্ত্রী, ভাই নজরুল ইসলাম ও মুঞ্জুরুল ইসলামসহ কয়েকজন আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে পুলিশকে আহত করে বুলবুলকে ছাড়িয়ে নিয়ে যায় তাঁর স্বজনেরা।

এ সময় পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও আসামির মা আনোয়ারা বেগম (৮০) আহত হন। তাদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশকে আহত ও দায়িত্ব পালনে বাঁধা দেওয়ায় পূর্বধলা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বুলবুলের স্ত্রীকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত