Ajker Patrika

ভিপি নুরের দলে যোগ দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭: ২৮
ভিপি নুরের দলে যোগ দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের দলে যোগ দিয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী। নুরের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাগুরা জেলা শাখায় যোগদানের বিষয়টি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন বরকত আলী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্যসচিব নুরুল হক নুরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যুব অধিকার পরিষদে যোগদান করেন মো. বরকত আলী। তাঁর সঙ্গে অন্যান্যদের মধ্যে যোগ দেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ার্দার, মুহাম্মাদ রাসেল।

তাঁরা গণ অধিকার পরিষদের সঙ্গে আজীবন থাকার বিষয়ে অঙ্গীকার করেন। পরে মুখে মিষ্টি তুলে দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্যসচিব নুরুল হক নুর।

এ বিষয়ে জানতে চাইলে মো. বরকত আলী বলেন, ‘আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করি। উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু কেউ আমাকে দাম দেয় না। সবকিছুতে আমাকে বঞ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি গণ অধিকার পরিষদের সঙ্গেই আছি। তাদের চিন্তা ইতিবাচক। দল ছোট হলেও জনসমর্থনে বড়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত