সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমায় কলকাতার জিৎ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮: ৫৫
Thumbnail image

গতকাল ছিল টালিউড অভিনেতা জিতের জন্মদিন। জন্মদিনের সন্ধ্যায় যে বড় ঘোষণাটি দিলেন তিনি, তার আঁচ এসে লাগল বাংলাদেশেও। ‘মানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। তৈরি হবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার।

‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পেয়েছেন সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক।

এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়। আর প্রথম কাজেই পেয়ে গেলেন জিতকে। নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই জিতের সঙ্গে আমার আলোচনা চলছিল। এটি টালিউডের সিনেমা। দাদা গল্পটি খুব পছন্দ করেছেন।’

সঞ্জয় সমদ্দারসঞ্জয় সমদ্দার জানিয়েছেন, সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘বিশ্বাস, লড়াই ও বাস্তবতা’। মানুষের ভেতরে যখন পশুর আচরণ চলে আসে, তখন কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সে, সেটাই দেখানো হবে গল্পে। ‘মানুষ’ সিনেমার গল্পও সঞ্জয়ের লেখা। জিতের পাশাপাশি এতে দেখা যাবে কলকাতার আরেক অভিনেতা জিতু কামালকে। এ বছর ‘অপরাজিতা’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জিতু। তবে এতে বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে দেখা যাবে না। আগামী বছরের প্রথম দিকে শুরু হবে ‘মানুষ’ সিনেমার শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত