Ajker Patrika

সোনাগাজীতে তিনটি বন্দুক, রামদাসহ যুবক আটক

ফেনী ও সোনাগাজী প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
সোনাগাজীতে তিনটি বন্দুক, রামদাসহ যুবক আটক

ফেনীতে বিশেষ অভিযানে সোনাগাজী থেকে তিনটি বন্দুক, রামদাসহ নুর ইসলাম রাসেল নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার গভীর রাতে সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মাঝিবাড়িতে অভিযান চালায়। এ সময় নুর ইসলাম রাসেল নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের সিলিং থেকে একটি দোনলা বন্দুক, দুটি একনলা বন্দুকসহ একটি রামদা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা পুলিশ সুপার বদরুল আলম মোল্লা আজকের পত্রিকাকে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে নুর ইসলাম রাসেলকে সোনাগাজী মডেল থানায় সোপর্দ করা হবে।

সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল আরেফিন জানান, রাসেল তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন পলাতক ছিল। রাসেল চুরি, ডাকাতি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত