অলকানন্দা রায়, ঢাকা
বিয়ে মানে হাজার রোশনাইয়ের মাঝে কনের হাতে সগৌরবে জানান দেয় মেহেদির পাকা রং। মেহেদির রঙে হাত রাঙালেই তো আর হবে না। নকশাও করতে হবে হাতের ধরন বুঝে। কারও হাতের তালু বেশ বড় আকারের। সেসব হাতে ভরাট নকশা সুন্দর দেখায়। আর যাঁদের হাতের তালু ছোট, সেসব হাতে লতা-পাতার মতো লম্বা নকশায় মানাবে বেশ। এ ক্ষেত্রে হাতের আঙুলে নকশা করার সময় ভাবনায় রাখতে হবে, সবগুলো আঙুলে নকশা আঁকবেন নাকি শুধু একটি বা দুটো আঙুলে আঁকবেন। এটা নির্ভর করবে নকশার ধরনের ওপর।
যদি নকশার ধরন হাতের কবজির কোনা থেকে লম্বা হয়ে তর্জনীর দিকে উঠে যায়, তাহলে একটি আঙুলেই ভরাট নকশায় ভালো লাগবে।বাকি আঙুলগুলোয় মেহেদি না পরলেও ভালো লাগবে। আর যদি করতেই হয় সে ক্ষেত্রে খুব হালকা কোনো নকশা করতে হবে। তবে বেশির ভাগ বিয়ের কনে হাত ভরে মেহেদি পরতেই ভালোবাসেন। সে ক্ষেত্রে কনুই থেকে আঙুলজুড়ে মেহেদি লাগালেই ভালো লাগবে।
পায়ে পরার নকশা একটু ভিন্ন হয়। পায়ে আলতার মতো নকশা করা যেতে পারে। পায়ের চারদিকে লম্বা ধরনের বা লতা-পাতার নকশা এঁকে মাঝ বরাবর ম্যান্ডেলার মতো গোলাকার নকশায় ভরিয়ে নিলে ভালো লাগবে। আবার হাতের নকশার সঙ্গে মিল রেখে পায়ের এক পাশ বা দুই পাশেও পরলে জমকালো ভাব আসবে।
বিয়ের কনের মেহেদি পরানোর ক্ষেত্রে দেশীয় ঐতিহ্য-সংস্কৃতি প্রকাশ পায়–এমন নকশাই জনপ্রিয়। এ ছাড়া সম্প্রতি থ্রিডি নকশাও বেশ জনপ্রিয়।
শারমিন কচি,রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার।
কনের হাতে মেহেদির নকশা যেমনই হোক না কেন, মেহেদি পরার আগে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। যেমন কুশনের ওপর টাওয়েল বা গামছা বিছিয়ে তার ওপর হাত রেখে মেহেদি পরাতে হবে।
বিয়ে মানে হাজার রোশনাইয়ের মাঝে কনের হাতে সগৌরবে জানান দেয় মেহেদির পাকা রং। মেহেদির রঙে হাত রাঙালেই তো আর হবে না। নকশাও করতে হবে হাতের ধরন বুঝে। কারও হাতের তালু বেশ বড় আকারের। সেসব হাতে ভরাট নকশা সুন্দর দেখায়। আর যাঁদের হাতের তালু ছোট, সেসব হাতে লতা-পাতার মতো লম্বা নকশায় মানাবে বেশ। এ ক্ষেত্রে হাতের আঙুলে নকশা করার সময় ভাবনায় রাখতে হবে, সবগুলো আঙুলে নকশা আঁকবেন নাকি শুধু একটি বা দুটো আঙুলে আঁকবেন। এটা নির্ভর করবে নকশার ধরনের ওপর।
যদি নকশার ধরন হাতের কবজির কোনা থেকে লম্বা হয়ে তর্জনীর দিকে উঠে যায়, তাহলে একটি আঙুলেই ভরাট নকশায় ভালো লাগবে।বাকি আঙুলগুলোয় মেহেদি না পরলেও ভালো লাগবে। আর যদি করতেই হয় সে ক্ষেত্রে খুব হালকা কোনো নকশা করতে হবে। তবে বেশির ভাগ বিয়ের কনে হাত ভরে মেহেদি পরতেই ভালোবাসেন। সে ক্ষেত্রে কনুই থেকে আঙুলজুড়ে মেহেদি লাগালেই ভালো লাগবে।
পায়ে পরার নকশা একটু ভিন্ন হয়। পায়ে আলতার মতো নকশা করা যেতে পারে। পায়ের চারদিকে লম্বা ধরনের বা লতা-পাতার নকশা এঁকে মাঝ বরাবর ম্যান্ডেলার মতো গোলাকার নকশায় ভরিয়ে নিলে ভালো লাগবে। আবার হাতের নকশার সঙ্গে মিল রেখে পায়ের এক পাশ বা দুই পাশেও পরলে জমকালো ভাব আসবে।
বিয়ের কনের মেহেদি পরানোর ক্ষেত্রে দেশীয় ঐতিহ্য-সংস্কৃতি প্রকাশ পায়–এমন নকশাই জনপ্রিয়। এ ছাড়া সম্প্রতি থ্রিডি নকশাও বেশ জনপ্রিয়।
শারমিন কচি,রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার।
কনের হাতে মেহেদির নকশা যেমনই হোক না কেন, মেহেদি পরার আগে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। যেমন কুশনের ওপর টাওয়েল বা গামছা বিছিয়ে তার ওপর হাত রেখে মেহেদি পরাতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে