আজকের পত্রিকা ডেস্ক
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গতকাল শুক্রবার সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নৌকার এক প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করা হয়েছে। এ ছাড়া কয়েক স্থানে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে শিক্ষকদের নিয়ে সিরাজগঞ্জ-৬ আসনে প্রচার চালানোয় নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এই নোটিশ দেন। আজ শনিবার তাঁদের নোটিশের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৮টা থেকে প্রচারণা বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে এমপি রতনের পক্ষে জামালগঞ্জ উপজেলার রাধানগর ও শুকদেবপুর গ্রামে ইজিবাইকে মাইক লাগিয়ে প্রচারণা চালানো হয়।
বরগুনা-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার এই নির্দেশ দেন। গতকাল এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগের ভিত্তিতে মতিয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মাদারীপুর-৩ আসনে জয় নিশ্চিত করতে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বিভিন্ন মহলে প্রায় ১৩ কোটি টাকা ছড়াবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দেবেন বলে অভিযোগ তুলেছেন তিনি। গতকাল সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন থেকে ভোটারদের ডেকে নিয়ে সভা করার নামে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল থেকে বাগমারার শিকদারী এলাকায় এই টাকা বিতরণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গতকাল শুক্রবার সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নৌকার এক প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করা হয়েছে। এ ছাড়া কয়েক স্থানে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে শিক্ষকদের নিয়ে সিরাজগঞ্জ-৬ আসনে প্রচার চালানোয় নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এই নোটিশ দেন। আজ শনিবার তাঁদের নোটিশের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৮টা থেকে প্রচারণা বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে এমপি রতনের পক্ষে জামালগঞ্জ উপজেলার রাধানগর ও শুকদেবপুর গ্রামে ইজিবাইকে মাইক লাগিয়ে প্রচারণা চালানো হয়।
বরগুনা-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার এই নির্দেশ দেন। গতকাল এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগের ভিত্তিতে মতিয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মাদারীপুর-৩ আসনে জয় নিশ্চিত করতে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বিভিন্ন মহলে প্রায় ১৩ কোটি টাকা ছড়াবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দেবেন বলে অভিযোগ তুলেছেন তিনি। গতকাল সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন থেকে ভোটারদের ডেকে নিয়ে সভা করার নামে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল থেকে বাগমারার শিকদারী এলাকায় এই টাকা বিতরণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে