Ajker Patrika

বাইসাইকেল পেল ৩০ শিক্ষার্থী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১০
বাইসাইকেল পেল ৩০ শিক্ষার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দরিদ্র ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এসব বাই সাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলজিইডির এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ থেকে উপজেলার পাটুয়াভাঙা উচ্চবিদ্যালয়ের ৩০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়। পাটুয়াভাঙা ইউনিয়ন পরিষদ এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে। সাইকেল পাওয়াদের মধ্যে ১৪ জন ছেলে ও ১৬ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। একই প্রকল্পের আওতায় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সফল কৃষকদের মাঝে ১৩টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আহাদ ও ইউপি সচিব মোবারক হোসেন রতন প্রমুখ।

ইউএনও রোজলিন শহীদ চৌধুরী বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে বাই সাইকেল ও ১৩ জন কৃষকের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। এতে তারা উপকৃত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত