চাকরির নামে প্রতারণা দম্পতি আটক

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০৮: ০১
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ০৯

নীলফামারীর সৈয়দপুরে চাকরির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের আটক করেন ভুক্তভোগীরা। পরে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, আটক ব্যক্তিরা ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার ৩২ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ড বয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাও এলাকার দুলাল চন্দ্র এবং ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আতিকুর রহমান দুই লাখ টাকা দিলেও তাঁকে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাঁদের সৈয়দপুরে ডেকে আনেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণ নেই।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ হেল মাফি জানান, বিষয়টি জেনে হতভম্ব হয়েছি। কীভাবে সরকারি হাসপাতাল দেখিয়ে নিয়োগ দিলেন প্রতারক চক্র। আর যারা নিয়োগপত্র পেয়েছেন তাঁরা কী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার দরকার মনে করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত