পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাটের বেহাল দশা। ব্রিটিশ আমলে গড়ে ওঠা গরু-ছাগলের হাটটি প্রায় ধ্বংসের পথে। দূর-দূরান্ত থেকে কোনো ক্রেতা-বিক্রেতারা এখন আর হাটে আসেন না। বাজারের অব্যবস্থাপনার কারণে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। উপজেলার প্রাচীনতম হাট হলেও এটি অনুন্নত হওয়ার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে গরু-ছাগলের হাট। যেসব বাজার থেকে সরকার পায় না কোনো রাজস্ব।
সরকার একসময় প্রতিবছর এ বাজার থেকে লাখ টাকা রাজস্ব আদায় করত। তার পরও বাজারের কোনো উন্নয়ন হয়নি। বাজারে নেই কোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা। রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক।
পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, হাটটি রাস্তার পাশে না হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। উপজেলার অনেক হাটে সরকারিভাবে রাজস্ব নির্ধারণ না থাকার কারণে তাঁরা অনেক কমে গরু-ছাগলের পাস দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী জানান, বাজারে অতিরিক্ত খাজনা আদায়, ক্রেতা-বিক্রেতাদের প্রতি ইজারাদারদের জোর-জুলুমের কারণে পশুর হাটটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাজারটি পুনরুদ্ধার করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা, ইজারাদারদের ক্রেতা-বিক্রেতাদের প্রতি মনোভাবের পরিবর্তন আনলে বাজারটি আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
পাটকেলঘাটা হাটবাজার ইজারা কমিটির প্রধান জাতীয় পাটির নেতা এস এম আলাউদ্দিন বলেন, ‘ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী পশুর হাটটি রক্ষা করতে আমরা সর্বনিম্ন ১৫০ টাকা পাস নির্ধারণ করেছি। সাতক্ষীরা জেলার কোনো পশুর হাটে এত কম রেটে পাস নেই। এদিকে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে মাইকিংও করা হচ্ছে।’
বাজারটি বছরে ১৮ লাখ ৫০ হাজার টাকা সরকারি ডাক হয়েছে। অপর দিকে তালায় অনিবন্ধিত আটটি পশুর হাট গড়ে উঠেছে, যেখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না। যে কারণে তাদের সঙ্গে পাল্লা দিয়ে পাটকেলঘাটার পশুর হাটটি টিকে থাকতে ব্যর্থ হচ্ছে। সরকার এসব ব্যাপারে সিদ্ধান্ত না নিলে পশুর হাটটি একদিন আর থাকবে না। সরকার প্রতিবছর লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাট পরিদর্শন করে উন্নয়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নিজামউদ্দীন ভূঁইয়া জানান, আধুনিক বাজার ব্যবস্থাপনা, প্রধান সড়ক থেকে দূরে থাকায় বাজারে ক্রেতাসাধারণ কমে যাচ্ছে। যে কারণে গরু-ছাগলের হাটটি আর জাঁকজমকপূর্ণ হচ্ছে না।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, সরকার পর্যায়ক্রমে পাটকেলঘাটা বাজারের নালাসহ রাস্তাঘাটের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। রাস্তাঘাটের উন্নয়ন চলমান আছে।
সাতক্ষীরার বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাটের বেহাল দশা। ব্রিটিশ আমলে গড়ে ওঠা গরু-ছাগলের হাটটি প্রায় ধ্বংসের পথে। দূর-দূরান্ত থেকে কোনো ক্রেতা-বিক্রেতারা এখন আর হাটে আসেন না। বাজারের অব্যবস্থাপনার কারণে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। উপজেলার প্রাচীনতম হাট হলেও এটি অনুন্নত হওয়ার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে গরু-ছাগলের হাট। যেসব বাজার থেকে সরকার পায় না কোনো রাজস্ব।
সরকার একসময় প্রতিবছর এ বাজার থেকে লাখ টাকা রাজস্ব আদায় করত। তার পরও বাজারের কোনো উন্নয়ন হয়নি। বাজারে নেই কোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা। রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক।
পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, হাটটি রাস্তার পাশে না হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। উপজেলার অনেক হাটে সরকারিভাবে রাজস্ব নির্ধারণ না থাকার কারণে তাঁরা অনেক কমে গরু-ছাগলের পাস দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী জানান, বাজারে অতিরিক্ত খাজনা আদায়, ক্রেতা-বিক্রেতাদের প্রতি ইজারাদারদের জোর-জুলুমের কারণে পশুর হাটটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাজারটি পুনরুদ্ধার করতে হলে ব্যাপক প্রচার-প্রচারণা, ইজারাদারদের ক্রেতা-বিক্রেতাদের প্রতি মনোভাবের পরিবর্তন আনলে বাজারটি আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
পাটকেলঘাটা হাটবাজার ইজারা কমিটির প্রধান জাতীয় পাটির নেতা এস এম আলাউদ্দিন বলেন, ‘ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী পশুর হাটটি রক্ষা করতে আমরা সর্বনিম্ন ১৫০ টাকা পাস নির্ধারণ করেছি। সাতক্ষীরা জেলার কোনো পশুর হাটে এত কম রেটে পাস নেই। এদিকে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে মাইকিংও করা হচ্ছে।’
বাজারটি বছরে ১৮ লাখ ৫০ হাজার টাকা সরকারি ডাক হয়েছে। অপর দিকে তালায় অনিবন্ধিত আটটি পশুর হাট গড়ে উঠেছে, যেখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না। যে কারণে তাদের সঙ্গে পাল্লা দিয়ে পাটকেলঘাটার পশুর হাটটি টিকে থাকতে ব্যর্থ হচ্ছে। সরকার এসব ব্যাপারে সিদ্ধান্ত না নিলে পশুর হাটটি একদিন আর থাকবে না। সরকার প্রতিবছর লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি পাটকেলঘাটা বাজারের গরু-ছাগলের হাট পরিদর্শন করে উন্নয়নের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
পাটকেলঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নিজামউদ্দীন ভূঁইয়া জানান, আধুনিক বাজার ব্যবস্থাপনা, প্রধান সড়ক থেকে দূরে থাকায় বাজারে ক্রেতাসাধারণ কমে যাচ্ছে। যে কারণে গরু-ছাগলের হাটটি আর জাঁকজমকপূর্ণ হচ্ছে না।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, সরকার পর্যায়ক্রমে পাটকেলঘাটা বাজারের নালাসহ রাস্তাঘাটের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। রাস্তাঘাটের উন্নয়ন চলমান আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে