Ajker Patrika

মৌসুমীর তিনটি শেষ দুটি শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৌসুমীর তিনটি শেষ দুটি শুরু

গত বছরের শেষদিকে পরপর কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা মৌসুমী। সবই ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের। যেভাবে সচরাচর আগে দেখা যায়নি তাঁকে। সেপ্টেম্বরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙন’ সিনেমার শুটিং শুরু করেন তিনি। ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় মৌসুমী একজন চুড়ি বিক্রেতা। তাঁর সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু ও প্রাণ রায়। এরই মধ্যে ভাঙনের শুটিং শেষ হয়েছে। আজ ও আগামীকাল এ সিনেমার ডাবিং করবেন তিনি।

শুধু ভাঙন নয়, কাছাকাছি সময়ে মৌসুমী শেষ করেছেন আরও দুটি সিনেমার শুটিং। একটি আশুতোষ সুজনের ‘দেশান্তর’, অন্যটি জাহিদ হোসেনের ‘সোনার চর’। নির্মলেন্দু গুণের গল্প নিয়ে তৈরি হয়েছে দেশান্তর। দেশপ্রেম ও নারী জাগরণের গল্প দেখা যাবে এতে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রেই আছেন মৌসুমী। ‘দেশান্তর’-এ প্রথমবারের মতো আহমেদ রুবেলের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী। এ ছাড়া আছেন মামুনুর রশীদ, ইয়াশ রোহান ও রোদেলা টাপুর। ‘সোনার চর’ সিনেমাটিও তৈরি হয়েছে প্রান্তিক মানুষের গল্প নিয়ে। এতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ওমর সানী ও জায়েদ খান।

এ ছাড়া শিগগির শুরু হতে যাচ্ছে জাহিদ হোসেনের আরও নতুন দুটি সিনেমার কাজ। একটি ‘ছিটমহল’, অন্যটি ‘কানাগলি’। এ দুই সিনেমায় মৌসুমীর সঙ্গে ওমর সানীও অভিনয় করবেন বলে জানা গেছে।

মৌসুমী বলেন, ‘সরকারি অনুদানে নির্মিত ভাঙন ও দেশান্তর সিনেমা দুটির গল্প চমৎকার। সোনার চর সিনেমাটির গল্পও খুব জীবনঘনিষ্ঠ। এগুলোর প্রতিটি দর্শকের ভালো লাগার মতোই সিনেমা। ছিটমহল ও কানাগলি—এ দুটি সিনেমার গল্প আবার অন্য রকম। সত্যি বলতে যে সিনেমাগুলোতে ইদানীং কাজ করছি, প্রতিটিই গল্পের দিকে দিয়ে শক্তিশালী। আমার খুব ভালো লেগেছে এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে।’

মৌসুমী অভিনীত পাঁচটি সিনেমাই এ বছর মুক্তি পাওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত