রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। সম্প্রতি চারজনের করোনা শনাক্ত হয়েছে। হলে অনেকেই করোনার লক্ষণ নিয়ে অবস্থান করছেন। এমতাবস্থায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন।
এ ছাড়া ৭ দফা দাবিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা গতকাল দাবিগুলো লিখিত আকারে উপাচার্য কাছে জমা দেন।
এরই পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, শিগগিরই একাডেমিক কাউন্সিল ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য।
এদিকে উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁদের দাবিগুলো মেনে নেওয়া হবে, সেই আশায় তাঁরা হলেই অবস্থান করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, তাঁরা একাডেমিক কার্যক্রম কোনোভাবেই আর বিলম্বিত চান না। অফলাইন পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় অনলাইনে পরীক্ষার দাবি জানান। সব ব্যাচের চলতি লেভেলের টার্ম ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন বর্ষের শর্ট ও সেলফস্টাডি পরীক্ষার দাবি জানান।
এ ছাড়া অনলাইনে পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীর যদি করোনা শনাক্ত হয় এবং যদি পরীক্ষায় অংশগ্রহণে অপারগ হয়, তবে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য করা যাবে না। শর্ট বা সেফস্টাডির মতো নিরীক্ষণ করা যাবে না। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে যাদের ডিভাইসের সংকট থাকবে তাদের জন্য জরুরি ভিত্তিতে লোনের ব্যবস্থা করতে হবে।
বিদ্যমান কোভিড বাস্তবতার নিরিখে ডিপার্টমেন্টগুলোর এটাচমেন্ট স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বা এটাচমেন্টের বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। সম্প্রতি চারজনের করোনা শনাক্ত হয়েছে। হলে অনেকেই করোনার লক্ষণ নিয়ে অবস্থান করছেন। এমতাবস্থায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন।
এ ছাড়া ৭ দফা দাবিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা গতকাল দাবিগুলো লিখিত আকারে উপাচার্য কাছে জমা দেন।
এরই পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, শিগগিরই একাডেমিক কাউন্সিল ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য।
এদিকে উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁদের দাবিগুলো মেনে নেওয়া হবে, সেই আশায় তাঁরা হলেই অবস্থান করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, তাঁরা একাডেমিক কার্যক্রম কোনোভাবেই আর বিলম্বিত চান না। অফলাইন পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় অনলাইনে পরীক্ষার দাবি জানান। সব ব্যাচের চলতি লেভেলের টার্ম ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন বর্ষের শর্ট ও সেলফস্টাডি পরীক্ষার দাবি জানান।
এ ছাড়া অনলাইনে পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীর যদি করোনা শনাক্ত হয় এবং যদি পরীক্ষায় অংশগ্রহণে অপারগ হয়, তবে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য করা যাবে না। শর্ট বা সেফস্টাডির মতো নিরীক্ষণ করা যাবে না। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে যাদের ডিভাইসের সংকট থাকবে তাদের জন্য জরুরি ভিত্তিতে লোনের ব্যবস্থা করতে হবে।
বিদ্যমান কোভিড বাস্তবতার নিরিখে ডিপার্টমেন্টগুলোর এটাচমেন্ট স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বা এটাচমেন্টের বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে