Ajker Patrika

২১ বছর পর ভারতের ‘মিস ইউনিভার্স’

বিনোদন ডেস্ক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
২১ বছর পর ভারতের ‘মিস ইউনিভার্স’

একুশের জয়জয়কার। ২১ বছর পর ২০২১ সালে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন ২১ বছর বয়সী হারনাজ কৌর সান্ধু। ইসরায়েলের ইলাতে আয়োজিত প্রতিযোগিতায় জয়ী হলেন পাঞ্জাবের এই কন্যা। বিভিন্ন দেশ থেকে আসা ৭৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার শিরোপা পেলেন হারনাজ। দ্বিতীয় স্থান পেলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা আর তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লালেলা মসওয়ানে। হারনাজ সান্ধুকে এ দিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর ‘মিস ইউনিভার্স’, মেক্সিকোর আন্দ্রিয়া মেজা।

হারনাজের অতীত প্রাপ্তি

একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জিতেছেন হারনাজ ‘টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড় ২০১৭’, ‘মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া ২০১৮’ এবং ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব ২০১৯’। মডেলিং করতেন নিয়মিত। কয়েকটি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

জন্ম ও বেড়ে ওঠা

২১ বছর বয়সী হারনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। বাবার নাম পরমজিত সিং সান্ধু, পেশায় ব্যবসায়ী। মা রবীন্দর কৌর, পেশায় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী হারনাজ। চিকিৎসক মাকেই নিজের আদর্শ ভাবেন হারনাজ।কেন এগিয়ে গেলেন হারনাজজলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্রশ্নে হারনাজের উত্তর মুগ্ধ করে বিচারকদের। এনে দেয় সেরার শিরোপা। হারনাজ বলেছিলেন, ‘এখন কম কথা বলে কাজ বেশি করা প্রয়োজন। মেরামত ও অনুতাপের চেয়ে প্রতিরোধ ও রক্ষা করাটাই সব সময় ভালো।’

হারনাজের আরও কিছু তথ্যn হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি ভাষায় দক্ষ। তিনি কবিতা লিখতে ভালোবাসেন।n সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার কাজে অনুপ্রেরণা পান হারনাজ। এই জয়ের ফলাফলের পরপরই টুইটারে অভিনন্দনও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

  • হারনাজের ডাকনাম ক্যান্ডি। নাচ, গান, রান্নার শখ রয়েছে। ঘোড়ায় চড়তে ভালোবাসেন। সময়-সুযোগ পেলে সাঁতারও কাটেন। যোগব্যায়াম না করে দিনই শুরু করেন না নতুন ‘মিস ইউনিভার্স’। ঘরে বসে খেলার জন্য তাঁর পছন্দ দাবা।
  • মানুষ এবং জন্তু-জানোয়ারের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারেন। মিস ইউনিভার্সের প্রতিযোগিতা চলাকালীন বিড়ালের ডাক নকল করে বিচারকদের অবাক করে দিয়েছিলেন তিনি!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত