কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ওই দিন রাতেই কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বাদী হয়ে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ ১৯-২০ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে।
জানা যায়, বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি নিপুন রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা নিপুণ রায়ের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পুলিশ হ্যান্ডমাইকে তাঁদের সেখান থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে নেতা-কর্মীরা না সরে বিক্ষুব্ধ হয়ে পড়েন। তখন পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বলেন, ‘এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘আমরা প্রথমে তাঁদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু তাঁরা কথা না শুনে আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধা দিলে তাঁরা আমাদের লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে আমাদের দুজন পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি।’
ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ওই দিন রাতেই কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বাদী হয়ে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ ১৯-২০ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে।
জানা যায়, বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি নিপুন রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা নিপুণ রায়ের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পুলিশ হ্যান্ডমাইকে তাঁদের সেখান থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে নেতা-কর্মীরা না সরে বিক্ষুব্ধ হয়ে পড়েন। তখন পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বলেন, ‘এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘আমরা প্রথমে তাঁদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু তাঁরা কথা না শুনে আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধা দিলে তাঁরা আমাদের লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে আমাদের দুজন পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে