Ajker Patrika

হাট ইজারাদারের ছয় বছর জেল, জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২: ৩০
হাট ইজারাদারের ছয় বছর জেল, জরিমানা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাট ইজারার টাকা আত্মসাতের দায়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একই সঙ্গে তাঁকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত সিরাজুল ইসলাম মিরপুর উপজেলার বাজার পাড়ার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে মিরপুর পৌরসভার পশু হাটের ইজারাদার মো. সিরাজুল ইসলাম ইজারা মূল্য বাবদ ১০ লাখ ৭০ হাজার টাকা সরকারি রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার তৎকালীন উপসহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল বাদী হয়ে ২০১৫ সালের ২৩ সাইফুল হক ও তাঁর সহযোগী সিরাজুল ইসলামকে আসামি করে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল ২০১৬ সালের ২৬ জুলাই এজাহারভুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার কৌঁসুলি আল মুজাহিদ মিঠু জানান, আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনের ওপর দীর্ঘ সাক্ষ্য ও শুনানি হয়। আসামি দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

আল মুজাহিদ মিঠু জানান, তবে মামলার আসামি সাইফুল হক ইতিমধ্যে মারা গেছেন। এ জন্য তাঁকে মামলা হতে অব্যাহতি দেওয়া হয়।

কৌঁসুলি আল মুজাহিদ মিঠু জানান, আদালত অপর আসামি সিরাজুল ইসলামকে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত