Ajker Patrika

বৃদ্ধ বয়সে এসে হবিবর পাচ্ছেন নিজের ঘর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১: ২৩
বৃদ্ধ বয়সে এসে হবিবর পাচ্ছেন নিজের ঘর

হবিবর রহমান যুবক বয়সে চেষ্টা করেছিলেন মাথা গোঁজার জন্য সামান্য জমি কিনতে। কিন্তু প্রতিদিনের আয় সংসারের খরচেই ব্যয় হয়ে যায়। টাকা আর জমানো হয়নি। কেনা হয়নি জমিও। বসবাস করেছেন বিভিন্ন খাসজমিতে। কিন্তু বৃদ্ধ বয়সে এসে হবিবর পেতে যাচ্ছেন নিজের নামে জমিসহ ঘর।

হবিবর রহমান বসবাস করেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমুরগঞ্জ পুকুরপাড়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেও বিয়ে করে আলাদা সংসার করছেন। হবিবর স্ত্রী নিয়ে ওই পুকুরের পাড়ে ছোট একটি ঘর বানিয়ে বসবাস করছেন।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, পুকুরের পাড়ের বাসিন্দাদের জন্য মুজিব বর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ আধা পাকা বাড়ি সরকারিভাবে দেওয়া হবে। এ খবর শুনে উচ্ছ্বসিত হন হবিবরসহ উপস্থিত ভূমিহীনেরা।

ওই পুকুরপাড়ের বাসিন্দা বিধবা ফাতেমা বলেন, ‘তিন ছেলের মধ্যে ছোট ছেলেটি নিয়ে পুকুরপাড়ে বসবাস করছিলাম। ভাবতাম, কখন যেন আবারও ঘরবাড়ি ভাঙতে হয়। এবারে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে যাচ্ছি। শুনেছি, আমার নামে দুই শতক জমির ওপর আধা পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। এ কথা শুনে আমি খুব খুশি হয়েছি। শুনেছি, খুব শিগগির আমাদের বাড়ি বুঝিয়ে দেওয়া হবে।’

গতকাল রোববার করনাইট কুমুরগঞ্জ পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ভূমিহীনদের জন্য ৪৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়িগুলো পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। ঘরগুলো সাদা রং করা হয়েছে, এখন শুধু বুঝিয়ে দেওয়ার পালা। ঘর পাওয়ার আনন্দে খুশিতে আলাপ-আলোচনায় মেতে উঠেছেন পুকুরপাড়ের বাসিন্দারা। কেউ কেউ শেখ হাসিনার নাম ধরে মঙ্গল কামনা করে দোয়া করছেন। কেউ বলছেন, ‘শেখের বেটিকে আল্লাহ যেন সারা জীবন ভালো রাখেন, সুস্থ রাখেন।’

গতকাল রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের জন্য ৭৭৬টির মধ্যে ৩৫১টি পরিবারকে জমিসহ বাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত