Ajker Patrika

ফল পাল্টে দেওয়ায় পাল্টাপাল্টি হামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ১৬
ফল পাল্টে দেওয়ায় পাল্টাপাল্টি হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ঘোষিত ফল পাল্টে দেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার পানিয়ালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত সদস্য মো. মোজাম্মেল হোসেন গত শনিবার রাতে সাংবাদিকদের বলেন, প্রথমে বিজয়ী ঘোষণার পর ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবীরকে বিজয়ী ঘোষণা করা হয়। সবার উপস্থিতিতে ফল ঘোষণার ফলাফল বিবরণীতে প্রিসাইডিং কর্মকর্তা স্বাক্ষর দিয়ে আমাদের হাতে গ্যাজেট তুলে দেন। দুই দিন পর ফল পাল্টে দেওয়া হলো।

এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। ফল ঘোষণার দুই দিন পুনরায় ভোট গণনার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘এ বিষয়ে আমার কিছু করার নেই।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘শনিবার রাতে পানিয়ালা বাজারে কিছু হট্টগোল হয়েছে। পরে টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর বাইরে কিছু বলতে পারব না।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, ভোটের রাতে সদস্য প্রার্থী হুমায়ুন কবীর উপজেলা প্রশাসনের কাছে পুনরায় ভোট গণনার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার দুপুরে সব প্রার্থীকে ডাকা হয়। তবে অনেকেই আসেননি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনায় চার ভোটে হুমায়ুন কবীর বিজয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত