Ajker Patrika

ইউপি সদস্যসহ ২১ জনের নামে নিষেধাজ্ঞা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৯
ইউপি সদস্যসহ  ২১ জনের নামে নিষেধাজ্ঞা

যশোরের চৌগাছার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাধা ও দখল চেষ্টার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বিশ্বাসসহ ২১ জনের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

গতকাল সোমবার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমউজ্জামানের আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে আগামী ২৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

পরবর্তী শুনানির আগ পর্যন্ত নিষেধাজ্ঞাপ্রাপ্তরা ওই বাঁওড়ে যেতে পারবেন না।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সমিতির সভাপতি কার্তিক বিশ্বাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম বিশ্বাস, একই গ্রামের শামিনুর রহমান, জিন্নাত আলী, হাসেম আলী, বিপ্লব হোসেন, আবদুল মাজিদ, নেবুর আলী, ভনু মিয়া, আলাউদ্দিন মল্লিক, সাহির বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, ফারুক মিয়া, সোহাগ হোসেন, আবদুল হাই, জামির হোসেন, আফছার হোসেন, বাকের আলী, সোহরাব মল্লিক, আজু মিয়া, মিন্টু মিয়া ও আলী হোসেন।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সভাপতি কার্তিক বিশ্বাস লিখিত অভিযোগে বলেন, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির ২০১২ সালের ৩ এপ্রিল থেকে নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে মাছ চাষ করে আসছে। সর্বশেষ চলতি বছরের ১৬ জুন সমিতির পক্ষে বাদী কার্তিক বিশ্বাস ইজারার চুক্তি নবায়ন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত