পদ্মায় ধরা পড়ল ৩৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৫: ২৫
Thumbnail image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ৩৮ কেজির একটি বাগাড় ধরা পড়েছে। পরে মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে আক্কাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া বাজারে বাবু সরদারের আড়ত থেকে নিলামে স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরাও হতাশ ছিলেন। নদীতে পানি বাড়ায় অনেক দিন পর আজ শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় আক্কাস হালদার ও তাঁর দল জাল ফেললে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছটি ওঠে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘সকাল ১০টার দিকে বাবু সরদারের আড়ত থেকে নিলামে অংশ নিয়ে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করি।’

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বেশ কিছুদিন পর ৩৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত