Ajker Patrika

নতুন তিন ধারাবাহিকে শখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৩: ০৯
নতুন তিন ধারাবাহিকে শখ

বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন আনিকা কবির শখ। একক নাটকের পাশাপাশি সম্প্রতি শখ কাজ শুরু করেছেন তিনটি ধারাবাহিক নাটকে। ইমরাউল রাফাতের ‘অদ্ভুত পরিবার’, কায়সার আহমেদের ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদের ‘জেন-জি’ ধারাবাহিকের শুটিং করছেন শখ। এর মধ্যে এটিএন বাংলায় শুরু হয়েছে অদ্ভুত পরিবারের সম্প্রচার। 

অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে শখ বলেন, ‘আবার অভিনয়জীবনে ছন্দ ফিরে এসেছে। আমি আমার পছন্দমতো গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। তাই ভালো লাগছে। নতুন ধারাবাহিক তিনটি নিয়ে আমি খুব আশাবাদী। প্রচার শুরু হওয়া অদ্ভুত পরিবারের জন্য ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, বাকি দুটি ধারাবাহিক প্রচারে এলেও ইতিবাচক সাড়া পাব।’

চলতি মাসেই শখের অভিষেক হয়েছে ওটিটিতে। আলোক হাসানের ‘ত্রিভুজ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওয়েবে কাজ করলেন শখ। ওটিটিতে অভিষেক নিয়ে শখ বলেন, ‘ভালো একটি কাজ দিয়েই ওটিটিতে আসতে চেয়েছি। ত্রিভুজ সে রকম একটি কাজ। দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছি ওয়েব ফিল্মটি রিলিজের পর।’

আগামীকাল শখের জন্মদিন। তিনি আছেন ফরিদপুরে এক বান্ধবীর বিয়েতে। সেখানে নিজের মতো করে সময় কাটাবেন। শখ জানালেন, ফরিদপুর থেকে ফিরে নির্মাতাদের সঙ্গে কাজের কথা সারবেন। নতুন আরেকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে কথা চলছে তাঁর। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কনটেন্ট নিয়ে কিছুই বলতে চাইলেন না তিনি। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও কাজের কথা চূড়ান্ত করেছেন শখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত