Ajker Patrika

রাজশাহী থেকে কলকাতা ট্রেন চালু করতে চিঠি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩: ২৭
রাজশাহী থেকে কলকাতা ট্রেন চালু করতে চিঠি

রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনে রেলমন্ত্রীর সঙ্গে রাসিক মেয়রের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাসিকের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাসিক জানায়, বৈঠকের শুরুতে রাজশাহী-কলকাতা ট্রেন চালু করতে রেলমন্ত্রীকে একটি আধা সরকারি (ডিও) চিঠি দেন মেয়র খায়রুজ্জামান লিটন। পরে এ বিষয়ে তিনি রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেলমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত