Ajker Patrika

পিরোজপুরে ক্রিকেট একাডেমির উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯: ৫৬
পিরোজপুরে ক্রিকেট একাডেমির উদ্বোধন

পিরোজপুরের ক্রিকেট প্রশিক্ষণের অন্যতম সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমির উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে কেক কেটে পিরোজপুর ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করেন পিরোজপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক।

পিরোজপুর ক্রিকেট একাডেমির সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম এবং রুপালী ব্যাংক হুলারহাট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম।

পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনার বিকল্প নেই। অভিভাবকদের উচিত সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে পাঠানো। তাই ক্রিকেট প্রশিক্ষণের অন্যতম সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমির পাশে থেকে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত।’

এ সময় পিরোজপুর ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য দুই শতাধিক শিক্ষার্থী ফরম নিয়ে ভর্তি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত