শতাধিক পোশাককর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ১২: ৫৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় কাজ না থাকার অজুহাত দেখিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে নিয়মবহির্ভূতভাবে শতাধিক শ্রমিককে চাকরিচ্যুতের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের নাইস ডেনিম নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

চাকরিচ্যুত শ্রমিক মো. জুয়েল মিয়া বলেন, ‘গতকাল দুপুরে হঠাৎ করে অধীনে থাকা ৩৫ জন শ্রমিকসহ আমাকে ডেকে নিয়ে রিজাইন পেপারে (অব্যাহতিপত্র) স্বাক্ষর নিয়ে জানিয়ে দেন আমাদের চাকরি নেই। পরে কারখানার ভেতর থেকে আমাদের বের করে দেয়।’

ওই কারখানার শ্রমিক ওমর ফারুক বলেন, ‘কোনো ধরনের বেতন-ভাতা পরিশোধ না করে অন্যায়ভাবে আমাদের কারখানা থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। কাজের অর্ডার না থাকায় শ্রমিক কমিয়ে ফেলা হচ্ছে বলে জানানো হয়। হঠাৎ চাকরি যাওয়ায় এখন পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে।’

সেলিম মিয়া নামের অপর এক শ্রমিক বলেন, ‘কোনো ধরনের নোটিশ ছাড়া নিয়মবহির্ভূতভাবে শতাধিক শ্রমিককে চাকরিচ্যুতকরেছে কারখানা কর্তৃপক্ষ। কাজ না থাকার অজুহাতে আমাদের পেটে লাথি মেরেছে।’

ওই কারখানায় মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সোহাগ মিয়া আজকের পত্রিকাকে বলেন, কারখানায় বর্তমানে অর্ডার না থাকায় ছাঁটাই-প্রক্রিয়া শুরু হয়েছে। ছাঁটাইয়ের বিষয়টি নিয়ম অনুযায়ী হচ্ছে। নিয়ম অনুযায়ী ছাঁটাই হলে বেতন-ভাতা পরিশোধ করেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত