বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে উৎপাদিত বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রপ্তানিকারকেরা সবজি কিনে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। স্থানীয় কৃষকেরা বলছেন, বিষমুক্ত সবজি বিক্রি করে তাঁদের ভালো লাভ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য তাঁরা কৃষকদের সাহায্য করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নারায়ণপুর, সল্লাবাদ, বিন্নাবাদ ও চর-উজিলাবের কৃষকেরা বিভিন্ন সবজি উৎপাদন করছেন। উপজেলার ভূমি খুবই উর্বর। তাই অল্প পরিশ্রমে অধিক সবজির ফলন হয় এখানে। সেই সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী মো. সাদেক মিয়া বলেন, প্রথমে কৃষকদের বাড়ি থেকে সবজি কিনে প্যাকেটজাত করে এমজিটি কোম্পানিতে পৌঁছাতে হয়। এমজিটি কোম্পানির মাধ্যমে সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
এমজিটি কোম্পানির ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে ও ইউরোপে সবজি রপ্তানি করে থাকি। গ্রাম থেকে পাইকারদের মাধ্যমে সবজি সংগ্রহ করি। এরপর প্যাকেটজাত করে রপ্তানি করি।’
উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কৃষক মো. মোসলেম মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছি। এগুলোর মধ্যে লাউ, বেগুন, টমেটো, শিম আবাদ করেছি। ঢাকা থেকে রপ্তানিকারকেরা জমি থেকে সবজি কিনে নিয়ে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। তাই নগদে ও অধিক মূল্যে বিক্রি করে লাভও বেশি হয়।’
উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘বিষমুক্ত অরগানিক সবজি উৎপাদন করতে এবং রপ্তানিকারকের কাছে উৎপাদিত সবজি বিক্রির জন্য কৃষকদের যাবতীয় সহযোগিতা করে থাকি।’
নরসিংদীর বেলাবতে উৎপাদিত বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রপ্তানিকারকেরা সবজি কিনে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। স্থানীয় কৃষকেরা বলছেন, বিষমুক্ত সবজি বিক্রি করে তাঁদের ভালো লাভ হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য তাঁরা কৃষকদের সাহায্য করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নারায়ণপুর, সল্লাবাদ, বিন্নাবাদ ও চর-উজিলাবের কৃষকেরা বিভিন্ন সবজি উৎপাদন করছেন। উপজেলার ভূমি খুবই উর্বর। তাই অল্প পরিশ্রমে অধিক সবজির ফলন হয় এখানে। সেই সবজি এখন জেলার চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।
নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী মো. সাদেক মিয়া বলেন, প্রথমে কৃষকদের বাড়ি থেকে সবজি কিনে প্যাকেটজাত করে এমজিটি কোম্পানিতে পৌঁছাতে হয়। এমজিটি কোম্পানির মাধ্যমে সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
এমজিটি কোম্পানির ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে ও ইউরোপে সবজি রপ্তানি করে থাকি। গ্রাম থেকে পাইকারদের মাধ্যমে সবজি সংগ্রহ করি। এরপর প্যাকেটজাত করে রপ্তানি করি।’
উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কৃষক মো. মোসলেম মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছি। এগুলোর মধ্যে লাউ, বেগুন, টমেটো, শিম আবাদ করেছি। ঢাকা থেকে রপ্তানিকারকেরা জমি থেকে সবজি কিনে নিয়ে মধ্যপ্রাচ্যের ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করেন। তাই নগদে ও অধিক মূল্যে বিক্রি করে লাভও বেশি হয়।’
উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘বিষমুক্ত অরগানিক সবজি উৎপাদন করতে এবং রপ্তানিকারকের কাছে উৎপাদিত সবজি বিক্রির জন্য কৃষকদের যাবতীয় সহযোগিতা করে থাকি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে