আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির অতিবৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশে। এতে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বেড়েছে। সঙ্গে বর্ষণ অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে দোয়ারাবাজার উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগের সব কটি প্রধান সড়ক। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দোয়ারাবাজার সদর, সুরমা, মান্নারগাঁও, লক্ষ্মীপুর ও নরসিংপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবন্দী হয়ে বেকার সময় কাটাচ্ছেন শ্রমজীবী মানুষ।
তৃণভূমি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় প্রত্যন্ত এলাকায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ফলে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষকেরা।
এদিকে বন্যার কারণে উপজেলার অধিকাংশ এলাকার গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে। ছাতক-দোয়ারাবাজার সড়কের কয়েকটি অংশ ও উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুরমা, বোগলাবাজার, লক্ষ্মীপুর, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের। দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।
ভুজনা গ্রামের বাসিন্দা হাবীবুল্লাহ বলেন, ‘ভুজনা, কালিকাপুর ও কদমতলিতে প্রায় সবক’টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ির চারপাশে পানি থাকায় বাইরে বের হওয়া যাচ্ছে না।’
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফ বলেন, ‘এই ওয়ার্ডের একদিকে সুরমা, আরেকদিকে খাসিয়ামারা নদী ও কানলার হাওর। সামান্য বৃষ্টি হলে কিংবা নদীর পানি বাড়লেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখনো প্রায় ৫০টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। কিন্তু আমরা যে সরকারি ত্রাণসহায়তা পাই তা অপ্রতুল। অধিক বন্যাকবলিত এলাকা হিসেবে নূরপুর, সোনাপুর ও নন্দীগ্রামকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাই।’
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, ‘ইউনিয়নের মাইজখলা, সুন্দরপই, বড়বন্দ, তেগাঙ্গা, মাছিমপুর, মাজেরগাঁওসহ বেশির ভাগ মানুষ প্রথম দফার বন্যার শুরু থেকেই পানিবন্দী।’
আব্দুল হামিদ আরও বলেন, ‘এত দিন পানি কিছুটা কম ছিল। কিন্তু এখন আবার কয়েক দিন ধরে পানি বাড়ছে। সরকারি ত্রাণসহায়তা বাড়ানো দরকার। মানুষ অনুপাতে পর্যাপ্ত ত্রাণসহায়তা পাওয়া যাচ্ছে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা জানান, অনেক প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এ কারণে কয়েকটি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, ‘বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়ছে। উপজেলায় মোট ১৪টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রয়েছে। আমরা বেশকিছু পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।’
শান্তিগঞ্জ: মুষলধারে বৃষ্টিতে উপজেলার মহাসিং, লাউয়া ও নাইন্দা নদীর পানিও হু-হু করে বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার এ উপজেলার মানুষ দুর্ভোগে পড়ছে। এক মাস আগেও বন্যায় ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার নদীর সঙ্গে হাওরের পানি বাড়ছে। এ অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছেন তাঁরা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ বলেন, ‘নিয়মিত স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামের লোকজনদের খোঁজ রাখছি।’
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির অতিবৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশে। এতে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বেড়েছে। সঙ্গে বর্ষণ অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে দোয়ারাবাজার উপজেলার সঙ্গে ইউনিয়নের যোগাযোগের সব কটি প্রধান সড়ক। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দোয়ারাবাজার সদর, সুরমা, মান্নারগাঁও, লক্ষ্মীপুর ও নরসিংপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবন্দী হয়ে বেকার সময় কাটাচ্ছেন শ্রমজীবী মানুষ।
তৃণভূমি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় প্রত্যন্ত এলাকায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ফলে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষকেরা।
এদিকে বন্যার কারণে উপজেলার অধিকাংশ এলাকার গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে। ছাতক-দোয়ারাবাজার সড়কের কয়েকটি অংশ ও উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুরমা, বোগলাবাজার, লক্ষ্মীপুর, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের। দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।
ভুজনা গ্রামের বাসিন্দা হাবীবুল্লাহ বলেন, ‘ভুজনা, কালিকাপুর ও কদমতলিতে প্রায় সবক’টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়ির চারপাশে পানি থাকায় বাইরে বের হওয়া যাচ্ছে না।’
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফ বলেন, ‘এই ওয়ার্ডের একদিকে সুরমা, আরেকদিকে খাসিয়ামারা নদী ও কানলার হাওর। সামান্য বৃষ্টি হলে কিংবা নদীর পানি বাড়লেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখনো প্রায় ৫০টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। কিন্তু আমরা যে সরকারি ত্রাণসহায়তা পাই তা অপ্রতুল। অধিক বন্যাকবলিত এলাকা হিসেবে নূরপুর, সোনাপুর ও নন্দীগ্রামকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাই।’
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, ‘ইউনিয়নের মাইজখলা, সুন্দরপই, বড়বন্দ, তেগাঙ্গা, মাছিমপুর, মাজেরগাঁওসহ বেশির ভাগ মানুষ প্রথম দফার বন্যার শুরু থেকেই পানিবন্দী।’
আব্দুল হামিদ আরও বলেন, ‘এত দিন পানি কিছুটা কম ছিল। কিন্তু এখন আবার কয়েক দিন ধরে পানি বাড়ছে। সরকারি ত্রাণসহায়তা বাড়ানো দরকার। মানুষ অনুপাতে পর্যাপ্ত ত্রাণসহায়তা পাওয়া যাচ্ছে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা জানান, অনেক প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এ কারণে কয়েকটি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, ‘বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়ছে। উপজেলায় মোট ১৪টি আশ্রয়ণকেন্দ্র প্রস্তুত রয়েছে। আমরা বেশকিছু পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।’
শান্তিগঞ্জ: মুষলধারে বৃষ্টিতে উপজেলার মহাসিং, লাউয়া ও নাইন্দা নদীর পানিও হু-হু করে বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার এ উপজেলার মানুষ দুর্ভোগে পড়ছে। এক মাস আগেও বন্যায় ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার নদীর সঙ্গে হাওরের পানি বাড়ছে। এ অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছেন তাঁরা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ বলেন, ‘নিয়মিত স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামের লোকজনদের খোঁজ রাখছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে