ভারতের নেগেটিভ সনদ, দেশে এসে পজিটিভ

হিলি প্রতিনিধি 
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০৭: ৩৭
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২: ৫৬

করোনাভাইরাসের নেগেটিভ সনদ নিয়ে ভারত থেকে দেশে ফেরা এক কিশোরীর সংক্রমণ শনাক্ত হয়েছে। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে আসে। তাকে ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরের বাসিন্দা ওই কিশোরী তার মায়ের সঙ্গে গত সোমবার বিকেলে দেশে ফেরে। দুজন গত বছরের ২৬ নভেম্বর যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

এ নিয়ে সম্প্রতি হিলি দিয়ে ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে তিনজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, এক কিশোরী ও তার মা করোনার আরটিপিসিআর পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ভারত থেকে দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাঁদের পুনরায় করোনা পরীক্ষার অ্যান্টিজেন টেস্ট করা হয়। এ সময় কিশোরীর করোনা পজিটিভ শনাক্ত হয়। তার মায়ের ফল নেগেটিভ আসে। তবে মা যেহেতু মেয়ের সংস্পর্শে ছিলেন তাই দুজনকেই আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

কিশোরী করোনার কোন ধরনে আক্রান্ত হয়েছে সে বিষয়ে শ্যামল কুমার বলেন, ‘শুধুমাত্র করোনা পজিটিভ বা নেগেটিভ কি না এটি আমাদের দ্বারা নির্ণয় করা সম্ভব। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন কিংবা ডেলটা আছে কি না এটি নির্ণয়ের জন্য জেনেটিক পরীক্ষা করা প্রয়োজন। সেটি ঢাকা ছাড়া সম্ভব নয়। আর এটি নির্ধারণের কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত