বাংলাদেশের গানে টলিউডের নুসরাত

বিনোদন ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০: ৩৭
Thumbnail image

বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সালজুড়ে সংবাদ শিরোনামে থেকেছেন নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেওয়া—নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বছরভর। একদিকে তিনি তারকা সাংসদ, অন্যদিকে যশের প্রেমিকা, আবার ঈশানের মা। সব বিতর্ক দূরে ঠেলে এখন যশ আর ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছেন নুসরাত।

নতুন খবর, বাংলাদেশের লুইপার গানে নেচেছেন টলিউডের নুসরাত। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে টি এম রেকর্ডসের নতুন গান ‘নাচ ময়ূরী নাচ’। গানটি গতকাল প্রকাশ হয়েছে। এক ভিডিওবার্তায় নুসরাত বলেন, ‘তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কনসেপশন এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেননা, টি এম রেকর্ডস আমার একটা পরিবারের মতো হয়ে গিয়েছে।’ নুসরাতের কথায় স্পষ্ট—নিকট ভবিষ্যতে বাংলাদেশে আরও কাজ করছেন নুসরাত।

ওদিকে টলিউডে শিগগিরই মুক্তি পাবে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে লেখিকা রুদ্রাণী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। এ ছাড়া যশের সঙ্গে দেখা যাবে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। এ ছাড়া গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজ শেষ করেছেন নুসরাত। অর্থাৎ মা হওয়ার পর ছবি নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়ছেন অভিনেত্রী।

নুসরাতের বক্তব্য, ‘আমি এখন বেশি ছবি করতে চাই না। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়। আমি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, কথা বলা— কোনো কিছু মিস করতে চাই না। আমি সবকিছু রেকর্ড করে রাখি।’

অভিনয় তাঁর ভালোবাসা, তাই সময় দিতে হয় শুটিংয়ে। অন্যদিকে বসিরহাটের সাংসদ তিনি। সংসার, সন্তান সামলে সময় দিতে হয় সেখানেও। কাজ করতে হয় স্থানীয় মানুষের জন্য। সব দিক সামলে চলা যদিও বেশ কঠিন কাজ, তবে কোনো এক কৌশলে ঠিকই সামলে নিচ্ছেন নুসরাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত