Ajker Patrika

বীরশ্রেষ্ঠ মতিউর স্মরণে ম্যারাথন দৌড়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৩
বীরশ্রেষ্ঠ মতিউর স্মরণে ম্যারাথন দৌড়

নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগর (সাবেক রামনগর) গ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মরণে ‘বিজয় ম্যারাথন’ দৌড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দান’ এর উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। দৌড়ে স্থানীয় বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার প্রায় ২৫ থেকে ৩০ জন লোকজন এতে অংশ গ্রহণ নেন।

গতকাল সকাল ৮টার দিকে দৌলতকান্দি রেল স্টেশন থেকে এই দৌড় শুরু হয় এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর হয়ে মাহমুদাবাদ নামা পাড়ায় মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠের ম্যুরালে শ্রদ্ধা অর্পণ ও দোয়ার মাধ্যমে ম্যারাথন দৌড় সমাপ্ত হয়।

ম্যারাথন দৌড়ের আয়োজক মো. কামাল হোসেন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দৌলতকান্দি রেলস্টেশন থেকে ছাত্র যুবকদের সমন্বয়ে মিছিল নিয়ে রেললাইন দিয়ে ভৈরব গিয়েছিলেন। স্বাধীনতার পক্ষে তাঁর এই জাগরণকে স্মরণ করে এলাকার মানুষ এবং ছাত্র-জনতা একত্রিত হয়ে এই দৌড়ে অংশ গ্রহণ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত