সড়ক দখল করে ব্যবসা ভোগান্তি মানুষের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১: ৪৩
Thumbnail image

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে চলছে ফড়িয়াদের ধানের ব্যবসা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পথচারীরা।

গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, উপজেলার রণগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামে ৬৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় প্রায় দুই শত বস্তা ধান রেখেছে ধান ফড়িয়ারা। এ ছাড়া দশমিনা আরোজবেগী এস এ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কজুড়ে ধানের বস্তা রাখা হয়েছে। উপজেলার পশু হাসপাতালের পূর্ব পাশে রাস্তার জুড়ে ধানের বস্তা রাখা হয়েছে। উপজেলার নলখোলা, দক্ষিণ দাসপাড়া, সরকারি কলেজ রাস্তা, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, রমানথশেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, আমতলা বাজার সড়ক দখল করে ধানের বস্তা স্তূপ করে রেখেছে ফড়িয়ারা। উপজেলা প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করে আসলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সদরে পশু হাসপাতালের সামনের সড়কে ধানের বস্তা ও ট্র্যাক রাখায় রাস্তার এক- তৃতীয়াংশ দখল করে ধানের বস্তা ট্র্যাকে ওঠানো, এবং ভ্যানগাড়ি দিয়ে এন নামানোর কাজ করছে দিনভর ধান ব্যবসায়ীরা(ফড়িয়ারা)।

দশমিনা সদরের মো. কামাল হোসেন বলেন, পশু হাসপাতালের সামনের সড়ক দিয়ে গলাচিপা, কালাইয়া, বাউফল, বরিশাল ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে লোকজন চলাচল করেন। এ সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স, মালামালবাহী মিনি ও বড় ট্র্যাক আসা যাওয়া করে কিন্তু ধানের বস্তায় সড়কের বেশির ভাগ জায়গা দখল করে রাখা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আউলিয়াপুর গ্রামের শাহিন বলেন, ‘রাস্তায় ধানের বস্তা রাখায় যেমনি আমাদের অটোরিকশা চালাতে বেগ পেতে হয় এবং পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা থাকে।’

আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল বলেন, ‘এমন ভাবে এলাকার বিভিন্ন সড়ক দখল করে ধানের বস্তা রাখা হয়েছে। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত