Ajker Patrika

১০ শতাংশ জমির চা-গাছ কেটেছে দুর্বৃত্তরা

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৯
১০ শতাংশ জমির চা-গাছ কেটেছে দুর্বৃত্তরা

পঞ্চগড়ে রাতের আঁধারে ১০ শতাংশ জমির চা গাছ কেটেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ইউনিয়নের ইসলাম বাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। চা বাগানের গাছ কাটার ঘটনায় তেঁতুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাগান মালিক মাহবুবুল ইসলাম।

অভিযোগ থেকে জানা গেছে, ২৫ শতাংশ জমিতে প্রায় আড়াই বছর আগে চায়ের চারা রোপণ করেন মাহবুবুল ইসলাম। চলতি বছর বাগান থেকে চা পাতা সংগ্রহ করে কারখানায় বিক্রি করা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চা শ্রমিকেরা বাগানে কাজ করার জন্য গেলে বাগানের অনেক গাছ মাটিতে পড়ে থাকতে দেখেন। গাছগুলোর মূল অংশটি কেটে ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা বাগান মালিককে খবর দেন।

মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ শতাংশ জমিতে লাগানো দুই থেকে আড়াই শ গাছ ছুরি দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কে বা কারা কেটেছে জানি না। কেনইবা কেটে ফেলল আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমার বাগানটি ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে চারা রোপণ করতে হবে। এতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশসহ সবাইকে জানিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা বাগান পরিদর্শন করেছেন। আমি জড়িতদের বিচার চাই।’

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা বলেন, ‘অভিযোগ পেয়েছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত