Ajker Patrika

প্রতিদ্বন্দ্বিতা হবে আ.লীগ ও জামায়াতের স্বতন্ত্রের

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
প্রতিদ্বন্দ্বিতা হবে আ.লীগ ও জামায়াতের স্বতন্ত্রের

আগামীকাল ২৬ ডিসেম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রার্থীরা গণসংযোগ ও সভা সমাবেশ করছেন।

একাধিক ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপকালে জানা গেছে, এ ইউপিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর।

এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম শক্ত অবস্থানে থাকলেও দলের দুই বিদ্রোহী প্রার্থী ভাগ বসাবেন নৌকার ভোটে।

যদিও দুই বিদ্রোহী প্রার্থীকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক শেখ শাহাবাজ আলী, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম রেজা।

এ দিকে এ ইউপিতে কোনো বিএনপি নেতা নির্বাচনে অংশ না নেওয়ায় জামায়াতের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী রয়েছেন শক্ত অবস্থানে।

আওয়ামী লীগের কর্মী তহিদুজ্জামান বলেন, ‘ভোটাররা শেখ হাসিনার মনোনীত প্রার্থী শেখ আজিজুল ইসলামকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

তবে একাধিক ভোটার ও কর্মী-সমর্থকেরা ভিন্নমত পোষণ করে বলেন, বিদ্রোহী দমন করতে ব্যর্থ হওয়ায় নির্বাচনে ফল বিপর্যয় হবে।

এ ব্যাপারে কথা হয় বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বিগত দিনে আমি ইউনিয়নে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি তাতে জনগণ আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।’

জামায়াতের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, এ ইউপিতে মোট ভোটার ১৮০৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭২৯ ও মহিলা ভোটার ৯৩৫৯ জন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত