আজকের পত্রিকা ডেস্ক
রংপুরে ঈদের আগে নতুন ঘরে ঠাঁই পেয়েছে ৬৭৮টি ভূমি ও গৃহহীন পরিবার। তাঁদের জন্য দুই শতক করে জমির ওপর দুই কক্ষের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয় প্রকল্প-২-এর তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
রংপুর: সদর উপজেলায় ৫৮টি পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সদ্যপুস্করিনী ইউনিয়নের ৩০ এবং চন্দনপাটের ২৮টি পরিবারকে এগুলো দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
পীরগঞ্জ: উপজেলায় ১২০টি পরিবার ঘর পেয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জানান, রংপুর বিভাগে ৪১ হাজারের বেশি ঘর দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ঈদে আমরা সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি উপহার পেয়ে থাকি। কিন্তু এবারের ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পীরগঞ্জসহ দেশের ভূমিহীনরা দুই শতক জমি ও গৃহ উপহার পেল। যার মূল্য কয়েক লাখ টাকা।’
মিঠাপুকুর: ২০০ ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা। সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে উপকারভোগীদের মধ্যে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করা হয়।
কাউনিয়া: উপজেলায় ৪০টি ঘরের চাবি ও জমির দলিল ভূমি ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এগুলো হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ প্রমুখ।
পীরগাছা: উপজেলায় ১০ পরিবারের মধ্যে ঘর এবং জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
উপজেলায় এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২৬০টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১১০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ। তিনি বলেন, দ্রুত এসব ঘরের কাজ শুরু করা হবে।
এ ছাড়া গতকাল জেলার বদরগঞ্জে ৫০টি এবং গঙ্গাচড়া ও তারাগঞ্জে ১০০টি করে ঘর হস্তান্তর করা হয়।
দেশে খাসজমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে হস্তান্তর করা হচ্ছে। গতকাল দেশের ৪৯২টি উপজেলার ৩২ হাজার ৯০৪টি পরিবারকে একযোগে এই ঘর দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
রংপুরে ঈদের আগে নতুন ঘরে ঠাঁই পেয়েছে ৬৭৮টি ভূমি ও গৃহহীন পরিবার। তাঁদের জন্য দুই শতক করে জমির ওপর দুই কক্ষের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয় প্রকল্প-২-এর তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
রংপুর: সদর উপজেলায় ৫৮টি পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সদ্যপুস্করিনী ইউনিয়নের ৩০ এবং চন্দনপাটের ২৮টি পরিবারকে এগুলো দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজার রহমান প্রমুখ।
পীরগঞ্জ: উপজেলায় ১২০টি পরিবার ঘর পেয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জানান, রংপুর বিভাগে ৪১ হাজারের বেশি ঘর দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ঈদে আমরা সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি উপহার পেয়ে থাকি। কিন্তু এবারের ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পীরগঞ্জসহ দেশের ভূমিহীনরা দুই শতক জমি ও গৃহ উপহার পেল। যার মূল্য কয়েক লাখ টাকা।’
মিঠাপুকুর: ২০০ ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা। সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে উপকারভোগীদের মধ্যে জমিসহ বাড়ির দলিল হস্তান্তর করা হয়।
কাউনিয়া: উপজেলায় ৪০টি ঘরের চাবি ও জমির দলিল ভূমি ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। গতকাল বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এগুলো হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ প্রমুখ।
পীরগাছা: উপজেলায় ১০ পরিবারের মধ্যে ঘর এবং জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
উপজেলায় এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২৬০টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১১০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ। তিনি বলেন, দ্রুত এসব ঘরের কাজ শুরু করা হবে।
এ ছাড়া গতকাল জেলার বদরগঞ্জে ৫০টি এবং গঙ্গাচড়া ও তারাগঞ্জে ১০০টি করে ঘর হস্তান্তর করা হয়।
দেশে খাসজমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেখানে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে হস্তান্তর করা হচ্ছে। গতকাল দেশের ৪৯২টি উপজেলার ৩২ হাজার ৯০৪টি পরিবারকে একযোগে এই ঘর দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে