সিঙ্গাপুরকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৩: ০০

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে যেকোনো ব্যবধানে জিতলেই এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ধাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। থুইনু মারমার জোড়া গোলে লাল-সবুজ মেয়েরা তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে পা মাটিতেই রাখছেন ছোটন। সমীহই করছেন প্রতিপক্ষকে। গত শুক্রবার তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুর জিতেছে ৭-০ গোলে। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, নিজেদের খেলাটা খেলতে পারলে সিঙ্গাপুরকেও হারাতে পারবে তাঁর শিষ্যরা।

এ ম্যাচের আগে প্রস্তুতি সারতে দুই দিন সময় পেয়েছে রুমা আক্তাররা। গতকাল সকালে হোটেলে হালকা অনুশীলনের পর সন্ধ্যায় ভেন্যুতে ঝালিয়ে নিয়েছে তারা। ছোটন জানিয়েছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত তাঁরা।

সিঙ্গাপুর-তুর্কমেনিস্তানের ম্যাচটি মাঠে গিয়ে দেখেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষকে কাছ থেকে দেখে কৌশল সাজাতে চান ছোটন। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর বেশ ভালো দল। কিছু ভালো খেলোয়াড় আছে তাদের।’ নিজেদের পরিকল্পনা নিয়ে ছোটন বলেছেন, ‘নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছি, মেয়েদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আমরা জিততে মাঠে নামব এবং জিতব।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে রুমা-থুইনুদের খেলা দেখতে মাঠে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের নিরাশ করেনি বাংলাদেশের মেয়েরা। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার জালান বেসার স্টেডিয়ামের সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচের টিকিটও এক দিন আগে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ দলের অধিনায়ক রুমা বলেছে, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের কিছু খেলোয়াড় কৌশলগত দিক থেকে খুব ভালো। তবে আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলব এবং জিতেই ফিরব। দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা সবাই ফিট আছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত