সাভার (ঢাকা) প্রতিনিধি
পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। গত শনিবার এ মনোনয়ন নিশ্চিত করে দলটির মনোনয়ন বোর্ড। আর মনোনয়ন পাওয়ার দিনই জাল দলিল করে জমি বিক্রির ও প্রতারণার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে সুজনের বিরুদ্ধে। এ ছাড়া আগে থেকেই তাঁর নামে চাঁদাবাজির মামলা আছে।
গতকাল সোমবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মাকারিয়াস দাস। এর আগে গত রোববার আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। একই দিন বিরুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান সাইদুর রহমান সুজন।
সুজন ছাড়া মামলায় আসামি করা হয়েছে বিরুলিয়া ইউনিয়নের মৃত আনন্দময়ী কর্মকারের ছেলে মধুসূদন কর্মকার (৮৩), মৃত আতাউল্লাহ মাতবরের ছেলে মিরাজ মিয়া (৫৪), মৃত জনাব আলী খানের ছেলে ওয়াজ উদ্দিন খান, মঙ্গল মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও মধুসূদন কর্মকারের ছেলে লিপন কর্মকার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকর্তা ও মামলার বাদী মুজিবুর রহমান বলেন, ‘১৯৭২ সালে মধুসূদন বিরুলিয়া ব্রিজ সংলগ্ন ১৩০.৪ শতাংশ জায়গা বিক্রি করে দেন। যাঁরা জমিটি কিনেছিলেন আমরা তাঁদের কাছ থেকে কিনে নেই। কিন্তু ২০১৭ সালে মধুসূদন, সাইদুর রহমান সুজনসহ আসামিরা জালিয়াতি করে আবার জমিটি আরেক জনের কাছে বিক্রি করে দেন।’
মুজিবুর বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা আদালতে মামলা করি। বিষয়টি আদালত আমলে নিয়ে থানাকে মামলা নথিভুক্তের নির্দেশ দেন। পরে ছয়জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। সুজন চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ আছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেন।’
এ বিষয়ে সাইদুর রহমান সুজন বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন মামলা করেছেন। তবে আগামীকাল মঙ্গলবার তাঁদের সঙ্গে বসে মীমাংসা করার কথা রয়েছে। আশা করি সমস্যা শেষ হবে যাবে।’
সাভার মডেল থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকারিয়াস দাস বলেন, জমি জালিয়াতি করে বিক্রির বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ১৫ নভেম্বর ও ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়।
পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। গত শনিবার এ মনোনয়ন নিশ্চিত করে দলটির মনোনয়ন বোর্ড। আর মনোনয়ন পাওয়ার দিনই জাল দলিল করে জমি বিক্রির ও প্রতারণার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে সুজনের বিরুদ্ধে। এ ছাড়া আগে থেকেই তাঁর নামে চাঁদাবাজির মামলা আছে।
গতকাল সোমবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মাকারিয়াস দাস। এর আগে গত রোববার আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। একই দিন বিরুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান সাইদুর রহমান সুজন।
সুজন ছাড়া মামলায় আসামি করা হয়েছে বিরুলিয়া ইউনিয়নের মৃত আনন্দময়ী কর্মকারের ছেলে মধুসূদন কর্মকার (৮৩), মৃত আতাউল্লাহ মাতবরের ছেলে মিরাজ মিয়া (৫৪), মৃত জনাব আলী খানের ছেলে ওয়াজ উদ্দিন খান, মঙ্গল মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও মধুসূদন কর্মকারের ছেলে লিপন কর্মকার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকর্তা ও মামলার বাদী মুজিবুর রহমান বলেন, ‘১৯৭২ সালে মধুসূদন বিরুলিয়া ব্রিজ সংলগ্ন ১৩০.৪ শতাংশ জায়গা বিক্রি করে দেন। যাঁরা জমিটি কিনেছিলেন আমরা তাঁদের কাছ থেকে কিনে নেই। কিন্তু ২০১৭ সালে মধুসূদন, সাইদুর রহমান সুজনসহ আসামিরা জালিয়াতি করে আবার জমিটি আরেক জনের কাছে বিক্রি করে দেন।’
মুজিবুর বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা আদালতে মামলা করি। বিষয়টি আদালত আমলে নিয়ে থানাকে মামলা নথিভুক্তের নির্দেশ দেন। পরে ছয়জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। সুজন চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ আছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেন।’
এ বিষয়ে সাইদুর রহমান সুজন বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন মামলা করেছেন। তবে আগামীকাল মঙ্গলবার তাঁদের সঙ্গে বসে মীমাংসা করার কথা রয়েছে। আশা করি সমস্যা শেষ হবে যাবে।’
সাভার মডেল থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকারিয়াস দাস বলেন, জমি জালিয়াতি করে বিক্রির বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ১৫ নভেম্বর ও ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে