Ajker Patrika

১৬০ ঘাটের ৬০টিই অবৈধ

নিজস্ব প্রতিবেদক, যশোর
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩: ৫০
১৬০ ঘাটের ৬০টিই অবৈধ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে ১৬০টি ঘাটের মধ্যে ৬০টিই অবৈধ। ভৈরব নদের প্রবাহ বাধাগ্রস্ত করে বাঁশ দিয়ে জেটি নির্মাণ করায় কোথাও কোথাও পলি জমে নাব্য কমে যাচ্ছে।

ফলে একদিকে নৌ দুর্ঘটনা বাড়ছে। এ ছাড়া এসব অবৈধ ঘাটের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নৌবন্দর কর্তৃপক্ষ অবৈধ এসব ঘাটের তালিকা করে সংশ্লিষ্টদের উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, নওয়াপাড়া নৌবন্দরের অবৈধভাবে গড়ে ওঠা ঘাটের কারণে নদীর নাব্য কমে যাচ্ছে। যে কারণে ঘন ঘন জাহাজ ডুবির ঘটনা ঘটছে। গত ৫ বছরে বন্দরটিতে অর্ধশত জাহাজ ডুবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন আমদানিকারকেরা। সর্বশেষ গত ৪ মার্চ জাহাজডুবির ঘটনা ঘটে। মোংলা বন্দর থেকে আমদানি করা এক হাজার ১৬০ মেট্রিক টন কয়লাবাহী জাহাজ নওয়াপাড়ায় পৌঁছানোর পর ডুবে যায়।

নওয়াপাড়া নৌবন্দর সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার মজুত খাল থেকে যশোর সদর উপজেলা আফরা ঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার ভৈরব নদীর তীরবর্তী এলাকা নিয়ে গঠিত হয়েছে নওয়াপাড়া নদীবন্দর। নদীর পশ্চিম তীর বরাবর যশোর-খুলনা মহাসড়ক হওয়ায় বেশির ভাগ ঘাট পশ্চিম তীরে গড়ে উঠেছে। মোংলা বন্দর থেকে নদী পথে এই বন্দরে কার্গো, বার্জ, বলগেট ইত্যাদি নৌযানের মাধ্যমে সার, কয়লা, সিমেন্ট ও খাদ্যশস্যসহ নানা ধরনের মালামাল আমদানি ও রপ্তানি হয়।

নৌবন্দর সূত্রে আরও জানা গেছে, নওয়াপাড়া নৌবন্দরটিতে ছোট বড় মিলে ৬০টি ঘাট অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো সরকার ট্রেডার্স, আলম ব্রাদার্স, আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল, মাহাবুব টুলু, ফেরদৌস ফারাজী, মোস্তফা ঘাট, মিজান শেখ, তিস্তা সল্ট ইন্ডাস্ট্রিজ, সীতার ঘাট, কাজী হামিমুল কাদির (বাবু মেম্বার), রবিন বিশ্বাস ঘাট, মো. হাসান ঘাট, সাহারা এন্টার প্রাইজ ঘাট, দি গোল্ডেন এন্টার প্রাইজ (রাজঘাট), নওয়াপাড়া ট্রেডিং (রাজঘাট), ব্রাইট ঘাট, লুৎফর রহমান ও ওলিয়ার রহমান ঘাট, এস এল এন্টার প্রাইজ ঘাট, মোল্যা ব্রাদার্স ঘাট, তালতলা স্টোন ঘাট, এস এ এন্টার প্রাইজ ঘাট, মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ঘাট, বিসমিল্লাহ ঘাট, তামিম এন্টার প্রাইজ (চাপাতালা) ঘাট, আফসার মোল্যা ও কাছের মোল্যা ঘাট, রেজোয়ান, লবণ মিল ঘাট (মহাকাল) ঘাট, এস এ এন্টার প্রাইজ (চেঙ্গুটিয়া) ঘাট, শেখ ব্রাদার্স (চেঙ্গুটিয়া), বিদ্যুৎ ঘাট, দাদা ভাই ঘাট, দীপু স্টোন প্রাইভেট লিমিটেড, এ আর সিমেন্টে মিলস লিমিটেড, মক্কা সিমেন্ট ঘাট, বেগের ঘাট, রাজ টেক্সটাইল মিলস লিমিটেড, মমতাজ নাসরিন (ডলার ঘাট), এ রহমান পরশ অটো রাইস মিলস লিমিটেড, সরকার ট্রেডার্স (মশরহাটি), জয়েন্ট ট্রেডিং করপোরেশন, বিশ্বাস ঘাট (মালোপাড়া ঘাট), মুন ট্রেডার্স, ফজলু এন্টার প্রাইজ, হাসিব ফারাজী, বাঘা সাহেবের ঘাট, ভৈরব ঘাট, কামরুল মোল্যা, হাসান ফারাজী ও হোসেন ফারাজী, রফিক গাজী, শহিদুল গাজী, গাজীর ঘাট, জিয়া গাজী, ইসলাম অ্যান্ড সন্স, মাস্টার ট্রেডিং-৩, অধিকারী ট্রেডার্স, ফারাজী নাসির উদ্দীন, নুরুল আমিন, বিজয় কৃষ্ণ আশ্রম ঘাট, চাকলাদার স্টোন হাউজ ও আলী আকবর বাবু।

নওয়াপাড়া নদী বন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘বন্দরে ১৬০টি ঘাট রয়েছে। এর মধ্যে ৬০টি অবৈধ। আমরা অবৈধ ঘাটের তালিকা করে তাঁদের উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছি। শিগগির উচ্ছেদ অভিযান চালানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত