Ajker Patrika

১২০ টাকায় চাকরি পেলেন ১০০ জন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬: ৫৮
১২০ টাকায় চাকরি পেলেন ১০০ জন

টাঙ্গাইলে অনলাইনের মাধ্যমে ১২০ টাকা জমা দিয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন ১০০ জন। গতকাল রোববার তাঁদের জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। জেলায় ৮৭ জন পুরুষ ও ১৩ জন নারী এতে নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১০০ পদের বিপরীতে ৩ হাজার ৭২২ জন আবেদন করেন। ২০ মার্চ থেকে যাচাইবাছাই শুরু হয়। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে গত শনিবার রাতে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করা হবে। পরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে চূড়ান্ত মেডিকেল টেস্টের মাধ্যমে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ প্রমুখ।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আইজিপির উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষার আগে কোনো প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত