বিনোদন ডেস্ক
বলিউডে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। শুধু জনপ্রিয় নন, বক্স অফিসেও বেশ কার্যকর এ নায়িকা। দিয়ে যাচ্ছেন একের পর ব্যবসাসফল সিনেমা। তবে হুট করেই প্রথম সারির নায়িকা হয়ে যাননি কিয়ারা। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ফাগলি। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার।
দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। এ অ্যান্থোলজি সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসা করেননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার।
এভাবেই অনেকটা ধীরপায়ে এগিয়েছেন কিয়ারা। শক্ত হাতে তৈরি করেছেন নিজের ক্যারিয়ারের ভিত। এখন সাফল্য যেন কিয়ারার ছায়াসঙ্গী। একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছেন তিনি। গত চার বছরে ‘কবির সিং’, ‘শেরশাহ’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া টু’-এর মতো হিট সিনেমার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। দেখতে দেখতে বলিউডে অনেকটা সময় পার করে দিলেন কিয়ারা। ১৩ জুন তাঁর ক্যারিয়ারের ৯ বছর পূর্তি হয়েছে।
কর্মজীবনের ৯ বছর পূর্তিতে ভিন্নভাবে সবাইকে ধন্যবাদ জানালেন কিয়ারা। ইনস্টাগ্রামে হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে রাখলেন নিজস্বতার ছোঁয়া। খোলা চিঠিতে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে আরও জানালেন, অভিনয়ের জার্নি তাঁর সবে শুরু। আরও দীর্ঘ পথ চলতে চান সবাইকে নিয়ে। আরও শিখতে চান, আরও বড় হতে চান।
কিয়ারা লিখেছেন, ‘সকল শুভাকাঙ্ক্ষীকে হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ এই ৯ বছর আমার পাশে থাকার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’ তিনি আরও লেখেন, ‘৯ বছর কেটে গেছে। কিন্তু এখনো মনে হচ্ছে সবে শুরু। মনে কৃতজ্ঞতা এবং চোখে স্বপ্ন নিয়ে ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করা ও আনন্দ দেওয়ার অপেক্ষায় আছি। আপনাদের পাশে নিয়ে আরও পথ চলতে চাই।’
মুক্তির অপেক্ষায় কিয়ারা আদভানি অভিনীত নতুন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’। এ সিনেমায় তাঁকে দ্বিতীয়বার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বলিউডে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। শুধু জনপ্রিয় নন, বক্স অফিসেও বেশ কার্যকর এ নায়িকা। দিয়ে যাচ্ছেন একের পর ব্যবসাসফল সিনেমা। তবে হুট করেই প্রথম সারির নায়িকা হয়ে যাননি কিয়ারা। ২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ফাগলি। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার।
দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। এ অ্যান্থোলজি সিনেমায় তাঁর অভিনয়ের প্রশংসা করেননি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার।
এভাবেই অনেকটা ধীরপায়ে এগিয়েছেন কিয়ারা। শক্ত হাতে তৈরি করেছেন নিজের ক্যারিয়ারের ভিত। এখন সাফল্য যেন কিয়ারার ছায়াসঙ্গী। একের পর এক সাফল্যের কাহিনি লিখে চলেছেন তিনি। গত চার বছরে ‘কবির সিং’, ‘শেরশাহ’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া টু’-এর মতো হিট সিনেমার সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। দেখতে দেখতে বলিউডে অনেকটা সময় পার করে দিলেন কিয়ারা। ১৩ জুন তাঁর ক্যারিয়ারের ৯ বছর পূর্তি হয়েছে।
কর্মজীবনের ৯ বছর পূর্তিতে ভিন্নভাবে সবাইকে ধন্যবাদ জানালেন কিয়ারা। ইনস্টাগ্রামে হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে রাখলেন নিজস্বতার ছোঁয়া। খোলা চিঠিতে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে আরও জানালেন, অভিনয়ের জার্নি তাঁর সবে শুরু। আরও দীর্ঘ পথ চলতে চান সবাইকে নিয়ে। আরও শিখতে চান, আরও বড় হতে চান।
কিয়ারা লিখেছেন, ‘সকল শুভাকাঙ্ক্ষীকে হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ এই ৯ বছর আমার পাশে থাকার জন্য এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’ তিনি আরও লেখেন, ‘৯ বছর কেটে গেছে। কিন্তু এখনো মনে হচ্ছে সবে শুরু। মনে কৃতজ্ঞতা এবং চোখে স্বপ্ন নিয়ে ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করা ও আনন্দ দেওয়ার অপেক্ষায় আছি। আপনাদের পাশে নিয়ে আরও পথ চলতে চাই।’
মুক্তির অপেক্ষায় কিয়ারা আদভানি অভিনীত নতুন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’। এ সিনেমায় তাঁকে দ্বিতীয়বার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪