Ajker Patrika

নৌকা ডোবানোর পর এবার নৌকার মাঝি

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
নৌকা ডোবানোর পর এবার নৌকার মাঝি

বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবার আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করা জেএসএস নেতা জিয়াঅং মারমা এবার নৌকার মাঝি হয়েছেন। এ ঘটনায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের মূলধারার ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

২০১৬ সালে বলিপাড়া ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াঅং মারমা। সে সময় বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাশৈচিং চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল দলটি, কিন্তু অল্প ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জুলাইয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমার হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন জিয়াঅং মারমা। ২০১৯ সালে ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলীয় গঠনতন্ত্রের বাইরে গিয়ে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাথুখয় মারমা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৃণমূলে অনেক ত্যাগী নেতা রয়েছে। কিন্তু ক্ষমতার জন্য টাকা দিয়ে উড়ে এসে জুড়ে বসেছেন অনেকে। তাঁদের মনোনয়নও দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দলীয় সিদ্ধান্তে কাজ করে যাচ্ছি। এতে ভোটের মাঠে উঠান বৈঠকে ভোটারদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’

সাবেক সভাপতির বক্তব্য সমর্থন করে বর্তমান ইউনিয়ন সভাপতি অংসিংম্যা মারমা বলেন, ‘আমিও চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করছি।’

এ বিষয়ে জানতে গত সোম ও মঙ্গলবার যোগাযোগ করা হলে জিয়াঅং মারমার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। গতকাল দুপুরে সংযোগ পাওয়া গেলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস পাঠালেও সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের অংশ হিসেবে উপজেলা ৪টি ইউপিতে ২৬ ডিসেম্বর ভোট হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। বলিপাড়া ইউপিতে ২ হাজার ২৯৫ পুরুষ ও ১ হাজার ৯৪৯ মহিলাসহ মোট ৪ হাজার ২৪৪ জন ভোটার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত