থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবার আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করা জেএসএস নেতা জিয়াঅং মারমা এবার নৌকার মাঝি হয়েছেন। এ ঘটনায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের মূলধারার ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
২০১৬ সালে বলিপাড়া ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াঅং মারমা। সে সময় বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাশৈচিং চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল দলটি, কিন্তু অল্প ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জুলাইয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমার হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন জিয়াঅং মারমা। ২০১৯ সালে ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলীয় গঠনতন্ত্রের বাইরে গিয়ে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাথুখয় মারমা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৃণমূলে অনেক ত্যাগী নেতা রয়েছে। কিন্তু ক্ষমতার জন্য টাকা দিয়ে উড়ে এসে জুড়ে বসেছেন অনেকে। তাঁদের মনোনয়নও দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দলীয় সিদ্ধান্তে কাজ করে যাচ্ছি। এতে ভোটের মাঠে উঠান বৈঠকে ভোটারদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’
সাবেক সভাপতির বক্তব্য সমর্থন করে বর্তমান ইউনিয়ন সভাপতি অংসিংম্যা মারমা বলেন, ‘আমিও চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করছি।’
এ বিষয়ে জানতে গত সোম ও মঙ্গলবার যোগাযোগ করা হলে জিয়াঅং মারমার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। গতকাল দুপুরে সংযোগ পাওয়া গেলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস পাঠালেও সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের অংশ হিসেবে উপজেলা ৪টি ইউপিতে ২৬ ডিসেম্বর ভোট হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। বলিপাড়া ইউপিতে ২ হাজার ২৯৫ পুরুষ ও ১ হাজার ৯৪৯ মহিলাসহ মোট ৪ হাজার ২৪৪ জন ভোটার রয়েছে।
বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবার আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করা জেএসএস নেতা জিয়াঅং মারমা এবার নৌকার মাঝি হয়েছেন। এ ঘটনায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলের মূলধারার ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
২০১৬ সালে বলিপাড়া ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াঅং মারমা। সে সময় বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাশৈচিং চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল দলটি, কিন্তু অল্প ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগ প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জুলাইয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমার হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন জিয়াঅং মারমা। ২০১৯ সালে ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলীয় গঠনতন্ত্রের বাইরে গিয়ে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাথুখয় মারমা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে তৃণমূলে অনেক ত্যাগী নেতা রয়েছে। কিন্তু ক্ষমতার জন্য টাকা দিয়ে উড়ে এসে জুড়ে বসেছেন অনেকে। তাঁদের মনোনয়নও দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দলীয় সিদ্ধান্তে কাজ করে যাচ্ছি। এতে ভোটের মাঠে উঠান বৈঠকে ভোটারদের প্রশ্নের সম্মুখীন হতে হয়।’
সাবেক সভাপতির বক্তব্য সমর্থন করে বর্তমান ইউনিয়ন সভাপতি অংসিংম্যা মারমা বলেন, ‘আমিও চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করছি।’
এ বিষয়ে জানতে গত সোম ও মঙ্গলবার যোগাযোগ করা হলে জিয়াঅং মারমার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। গতকাল দুপুরে সংযোগ পাওয়া গেলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস পাঠালেও সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা বলেন, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের অংশ হিসেবে উপজেলা ৪টি ইউপিতে ২৬ ডিসেম্বর ভোট হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। বলিপাড়া ইউপিতে ২ হাজার ২৯৫ পুরুষ ও ১ হাজার ৯৪৯ মহিলাসহ মোট ৪ হাজার ২৪৪ জন ভোটার রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪