গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে যানজটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেট এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা কোর্ট চত্বর এলাকায় স্থাপিত ওজন স্কেল থেকে পেছনে জমিদার ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানবাহনের সারি সৃষ্টি হয়। এ সময় ধারালো অস্ত্রের মুখে আটকে থাকা কয়েকটি পণ্যবাহী গাড়ির চালক ও সহযোগীদের কাছে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ডাকাত দল।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ থানা-পুলিশের একটি দল। থানা-পুলিশের পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করা হয়। মহাসড়কে প্রায় রাতেই এ ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও এ নিয়ে হাইওয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. রবিউল ইসলাম বলেন, তাঁর ট্রাকটি রাত ৩টার কিছু আগে জমিদার ব্রিজ থেকে একটু সামনে গিয়ে স্কেলের সিরিয়ালে আটকা পড়ে। এ সময় প্রস্রাব করতে গাড়ি থেকে নেমে নিচে যান। গাড়ি থেকে নামামাত্রই পাঁচজনের একটি ডাকাত দল তাঁর গলায় ছুরি ধরে। তাঁর কাছে যা আছে সব দিতে বলে। পাঁচজনের মধ্যে তিনজনের হাতে ছুরি ও একজনের হাতে রামদা ছিল। তিনি ভয়ে তাঁর কাছে থাকা আট হাজার টাকা ও জরুরি কাগজপত্রসহ মানিব্যাগ ও একটি স্মার্টফোন দিয়ে দেন।
ডাকাতি হওয়া আরেক ট্রাকের চালক দ্বীন ইসলাম বলেন, তিনি ট্রাকে সুতা নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন। তাঁর ট্রাকটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেটের মাঝামাঝি স্কেলের সিরিয়ালে আটকা পড়ে। আটকে থাকা অবস্থায় প্রথমে দুজন এসে গাড়ির গেট খুলতে বলে। ডাকাত বুঝতে পেরে তিনি সহযোগীকে গেট খুলতে নিষেধ করেন। গেট না খোলায় একজনের হাতে থাকা রামদা দিয়ে গেটের গ্লাসে কোপ দিয়ে গ্লাস ভেঙে ফেলেন। তাঁর সহযোগী ভয়ে গেট খুলে দেন। এ সময় আরও তিনজন তাঁর পাশে গিয়ে ছুরি ধরে যা আছে বের করতে বলেন। তাঁর কাছে থাকা ২ হাজার ২৭০ টাকা নিয়ে যায়। তাঁর মোবাইল গাড়ির সামনে থাকায় তা নিতে পারেনি। সিরিয়ালে আটকে থাকা এমন আরও ৫ /৭টি পণ্যবাহী ট্রাক থেকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
গোয়ালন্দ রেলগেটসংলগ্ন মহাসড়কের পাশের মুদিদোকানি ওমর ফারুক খান বলেন, বেশ কিছুদিন ধরে দু–একদিন পরপরই চিৎকারের শব্দে জেগে ওঠেন। বাইরে বের হতেই চালক ও হেলপাররা ছুটে এসে বলেন, তাঁদের সব নিয়ে গেছে। তিনি একা থাকায় ডাকাতদের ধাওয়া দিতে সাহস পান না। ডাকাতেরা মাঝেমধ্যেই রেলগেট দিয়ে রেললাইন বরাবর পশ্চিম দিকে দৌড়ে পালিয়ে যান। ডাকাত দল একেকদিন একেক জায়গায় অবস্থান করে। মধ্যরাতে রাস্তার ঢালে ও গাছের আড়ালে লুকিয়ে থাকে। সুযোগ পেলেই আক্রমণ করে। মূলত, জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেট এলাকার মাঝামাঝিতে এই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান তিনি।
গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ডাকাতির ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তারপরও খোঁজ নিয়ে দেখবেন। ওই এলাকাটি গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দেখভাল করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে তিনি তীব্র যানজটের মধ্যেও ঘটনাস্থলে যান। এ সময় ভুক্তভোগী চালকসহ অন্যান্যরা মৌখিকভাবে ঘটনা জানান। তবে চলমান অবস্থায় থাকায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ তৎপরতা চালাচ্ছে।
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে যানজটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেট এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা কোর্ট চত্বর এলাকায় স্থাপিত ওজন স্কেল থেকে পেছনে জমিদার ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানবাহনের সারি সৃষ্টি হয়। এ সময় ধারালো অস্ত্রের মুখে আটকে থাকা কয়েকটি পণ্যবাহী গাড়ির চালক ও সহযোগীদের কাছে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ডাকাত দল।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ থানা-পুলিশের একটি দল। থানা-পুলিশের পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করা হয়। মহাসড়কে প্রায় রাতেই এ ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও এ নিয়ে হাইওয়ে পুলিশের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাকের চালক মো. রবিউল ইসলাম বলেন, তাঁর ট্রাকটি রাত ৩টার কিছু আগে জমিদার ব্রিজ থেকে একটু সামনে গিয়ে স্কেলের সিরিয়ালে আটকা পড়ে। এ সময় প্রস্রাব করতে গাড়ি থেকে নেমে নিচে যান। গাড়ি থেকে নামামাত্রই পাঁচজনের একটি ডাকাত দল তাঁর গলায় ছুরি ধরে। তাঁর কাছে যা আছে সব দিতে বলে। পাঁচজনের মধ্যে তিনজনের হাতে ছুরি ও একজনের হাতে রামদা ছিল। তিনি ভয়ে তাঁর কাছে থাকা আট হাজার টাকা ও জরুরি কাগজপত্রসহ মানিব্যাগ ও একটি স্মার্টফোন দিয়ে দেন।
ডাকাতি হওয়া আরেক ট্রাকের চালক দ্বীন ইসলাম বলেন, তিনি ট্রাকে সুতা নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন। তাঁর ট্রাকটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেটের মাঝামাঝি স্কেলের সিরিয়ালে আটকা পড়ে। আটকে থাকা অবস্থায় প্রথমে দুজন এসে গাড়ির গেট খুলতে বলে। ডাকাত বুঝতে পেরে তিনি সহযোগীকে গেট খুলতে নিষেধ করেন। গেট না খোলায় একজনের হাতে থাকা রামদা দিয়ে গেটের গ্লাসে কোপ দিয়ে গ্লাস ভেঙে ফেলেন। তাঁর সহযোগী ভয়ে গেট খুলে দেন। এ সময় আরও তিনজন তাঁর পাশে গিয়ে ছুরি ধরে যা আছে বের করতে বলেন। তাঁর কাছে থাকা ২ হাজার ২৭০ টাকা নিয়ে যায়। তাঁর মোবাইল গাড়ির সামনে থাকায় তা নিতে পারেনি। সিরিয়ালে আটকে থাকা এমন আরও ৫ /৭টি পণ্যবাহী ট্রাক থেকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
গোয়ালন্দ রেলগেটসংলগ্ন মহাসড়কের পাশের মুদিদোকানি ওমর ফারুক খান বলেন, বেশ কিছুদিন ধরে দু–একদিন পরপরই চিৎকারের শব্দে জেগে ওঠেন। বাইরে বের হতেই চালক ও হেলপাররা ছুটে এসে বলেন, তাঁদের সব নিয়ে গেছে। তিনি একা থাকায় ডাকাতদের ধাওয়া দিতে সাহস পান না। ডাকাতেরা মাঝেমধ্যেই রেলগেট দিয়ে রেললাইন বরাবর পশ্চিম দিকে দৌড়ে পালিয়ে যান। ডাকাত দল একেকদিন একেক জায়গায় অবস্থান করে। মধ্যরাতে রাস্তার ঢালে ও গাছের আড়ালে লুকিয়ে থাকে। সুযোগ পেলেই আক্রমণ করে। মূলত, জমিদার ব্রিজ ও গোয়ালন্দ রেলগেট এলাকার মাঝামাঝিতে এই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান তিনি।
গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ডাকাতির ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তারপরও খোঁজ নিয়ে দেখবেন। ওই এলাকাটি গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ দেখভাল করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে তিনি তীব্র যানজটের মধ্যেও ঘটনাস্থলে যান। এ সময় ভুক্তভোগী চালকসহ অন্যান্যরা মৌখিকভাবে ঘটনা জানান। তবে চলমান অবস্থায় থাকায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ তৎপরতা চালাচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪