বিনোদন ডেস্ক
মোক্ষম সময় বোধ হয় একেই বলে! রোববার রাতে বসেছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগীত তারকারা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। ‘অল টু ওয়েল’ গানের ১০ মিনিট ভার্সনের ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারটি উঠল টেইলর সুইফটের হাতে। পুরস্কার হাতে নিয়েই যে কথাটি বললেন গায়িকা, সেটির জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই! হলভর্তি দর্শকের সামনে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। বললেন, ‘আমার মনে হয়, নতুন ঘোষণা দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হয় না। আগামী ২১ অক্টোবর আমার নতুন অ্যালবাম আসছে। বাকিটা বলব মাঝরাতে।’
‘মাঝরাত’ এই অ্যালবামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি। গায়িকার ওয়েবসাইটে এখন থেকেই চলছে ‘মিডনাইটস’-এর প্রি-অর্ডার। সুইফট জানিয়েছেন, এ তো শুধু ১৩টি গান নয়, তাঁর জীবনের ঘুমহীন ১৩ রাতের গল্প।
টেইলর সুইফট বলেন, ‘যে রাতগুলো কেটেছে শঙ্কায়-আতঙ্কে আর মিষ্টি স্বপ্নে, সেই সব রাতে লেখা গানের সংগ্রহ এই অ্যালবাম। যে পথ আমাদের এগিয়ে দিয়েছে, যেসব বাধা আমাদের আটকে দিতে চেয়েছে। যাঁরা বারবার উপেক্ষিত হয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন এই আশা নিয়ে যে হয়তো ঘড়ির কাঁটা আবার এক জায়গায় আসবে, আবারও আমাদের দেখা হবে নিজেদের সঙ্গে। সবার জন্যই এই গান।’
টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি।
জানা গেছে, ‘মিডনাইটস’ অ্যালবামটি প্রকাশও হবে মাঝরাতে। সর্বশেষ দুই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে প্রকাশ পেয়েছিল সুইফটের দুই অ্যালবাম ‘ফোকলোর’ ও ‘এভারমোর’। ‘ফোকলোর’ অ্যালবামটি গত বছর গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিল।
মোক্ষম সময় বোধ হয় একেই বলে! রোববার রাতে বসেছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগীত তারকারা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। ‘অল টু ওয়েল’ গানের ১০ মিনিট ভার্সনের ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারটি উঠল টেইলর সুইফটের হাতে। পুরস্কার হাতে নিয়েই যে কথাটি বললেন গায়িকা, সেটির জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই! হলভর্তি দর্শকের সামনে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। বললেন, ‘আমার মনে হয়, নতুন ঘোষণা দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হয় না। আগামী ২১ অক্টোবর আমার নতুন অ্যালবাম আসছে। বাকিটা বলব মাঝরাতে।’
‘মাঝরাত’ এই অ্যালবামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি। গায়িকার ওয়েবসাইটে এখন থেকেই চলছে ‘মিডনাইটস’-এর প্রি-অর্ডার। সুইফট জানিয়েছেন, এ তো শুধু ১৩টি গান নয়, তাঁর জীবনের ঘুমহীন ১৩ রাতের গল্প।
টেইলর সুইফট বলেন, ‘যে রাতগুলো কেটেছে শঙ্কায়-আতঙ্কে আর মিষ্টি স্বপ্নে, সেই সব রাতে লেখা গানের সংগ্রহ এই অ্যালবাম। যে পথ আমাদের এগিয়ে দিয়েছে, যেসব বাধা আমাদের আটকে দিতে চেয়েছে। যাঁরা বারবার উপেক্ষিত হয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন এই আশা নিয়ে যে হয়তো ঘড়ির কাঁটা আবার এক জায়গায় আসবে, আবারও আমাদের দেখা হবে নিজেদের সঙ্গে। সবার জন্যই এই গান।’
টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি।
জানা গেছে, ‘মিডনাইটস’ অ্যালবামটি প্রকাশও হবে মাঝরাতে। সর্বশেষ দুই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে প্রকাশ পেয়েছিল সুইফটের দুই অ্যালবাম ‘ফোকলোর’ ও ‘এভারমোর’। ‘ফোকলোর’ অ্যালবামটি গত বছর গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিল।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে