Ajker Patrika

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

কাউনিয়া ও পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ৩৪
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

পীরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে মুখে কীটনাশক ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারীর নাম শাবানা আক্তার (২৫)। তিনি কাউনিয়ার কুর্শা ইউনিয়নের পুর্বচান্দঘাট গ্রামের আজিজার রহমানের মেয়ে ও পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম তেলীপাড়া গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।

গত বুধবার রাতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাবানার লাশ উদ্ধার করা হয়। এ সময় স্বামী ফিরোজকে আটক করে পুলিশ। পরে রাতেই তরুণীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।

শাবানার বড় ভাই সাকোয়াত হোসেন জানান, প্রায় তিন বছর আগে শহরে পারলারে কাজ করার সময় তাঁর বোনের সঙ্গে ফিরোজের পরিচয় ঘটে। ফিরোজ প্রথম স্ত্রীর কথা গোপন করে প্রায় এক বছর আগে শাবানার পরিবারের অজান্তে তাঁকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে ফিরোজ যৌতুকের জন্য প্রায়ই শাবানাকে বেধড়ক মারধর করতেন এবং বাবার পরিবারের কারও সঙ্গে কথা বলতে দিতেন না।

সাকোয়াত বলেন, ‘বুধবার সন্ধ্যায় ফিরোজ মিয়ার গ্রামের একজন ফোনে আমাদের জানায়, শাবানা অসুস্থ, কাউনিয়া হাসপাতালে আছে। এই খবর পাওয়ার পর এসে দেখি হাসপাতালে বোন লাশ হয়ে পড়ে আছে। শাবানাকে তার স্বামী ফিরোজ মিয়া ও পরিবারের সদস্যরা মারপিট করে আহত করে। পরে তারা শাবানাকে হত্যার উদ্দেশ্যে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে কাউনিয়া হাসপাতালে নিয়ে আসে।’

শাবানা যদি নিজে কীটনাশক পান করে থাকেন, তাহলে তাঁকে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে কেন ২২ কিলোমিটার দূরে কাউনিয়া হাসপাতালে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর চাচাতো ভাই মাসুদ রানা। তিনি বলেন, ‘হত্যার ঘটনাকে অন্য খাতে নিতে দূরের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, শাবানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্স তোলার আগেই তিনি মারা যান। খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করা হয়। এ সময় স্বামী ফিরোজ মিয়াকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আকতার মাহামুদ জানান, নিহত নারীর বাবা বাদী হয়ে বুধবার রাতেই পীরগাছা থানায় মামলা করেন। এতে উল্লেখ করা হয়, যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারধর করে হত্যা করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ফিরোজকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত