Ajker Patrika

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১২: ১৫
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ুয়া বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের চতুর্থ তলার বারান্দায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন থেকে অভিযুক্ত বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ওই ছাত্র এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় ওই ছাত্রীর ছোট ভাই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তার বোনকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। সে পুনরায় উত্ত্যক্ত করলে ছাত্রীর ভাই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করবে বলে জানায়।

এতে উত্ত্যক্তকারী ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের মূল ভবনের চতুর্থ তলার বারান্দায় মেয়েটির ভাইয়ের ওপর হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগটি তদন্ত করে।

আহত ছাত্রের বাবা বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যদি কোনো শিক্ষার্থী নিরাপদ না থাকে তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না।

ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত ছাত্রের মা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তার ছেলে অনলাইনে ফ্রি ফায়ার গেমসে আসক্ত। বাড়িতেও তাকে এসব বিষয়ে শাসন করতে গেলে সে আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনার তদন্তকারী এসআই মুজিবর রহমান জানান, তদন্তে গিয়ে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, স্কুল কর্তৃপক্ষ আমাকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত