বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন বছরটা দারুণভাবে শুরু হয়েছে অপু বিশ্বাসের। অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়। এবার নতুন সিনেমা নিয়ে আসছেন দর্শকের সামনে। একটি নয়, ফেব্রুয়ারি মাসে পরপর দুই সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর। ৯ ফেব্রুয়ারি ‘ট্র্যাপ’ এরপরের সপ্তাহে মুক্তি পাবে ‘ছায়াবৃক্ষ’।
দুই সিনেমার মুক্তি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি একজন অভিনয়শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। ভিন্ন ধরনের দুটি গল্প নিয়ে বছরের শুরুতে দর্শকের সামনে আসতে পেরে ভালো লাগছে। আশা করছি, সবার ভালো লাগবে। বরাবরের মতো এবারও দর্শক বাংলা সিনেমার পাশে থাকবেন, এমনটিই প্রত্যাশা করছি।’
গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেমপ্রীতির বন্ধন’। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে এই জুটির দ্বিতীয় সিনেমা ট্র্যাপ। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমাটি বানিয়েছেন দ্বীন ইসলাম।
ট্র্যাপ নিয়ে অপু বলেন, ‘প্রথমবার সায়েন্স ফিকশন ঘরানার গল্পের সিনেমায় অভিনয় করেছি। গল্পটিতে দারুণ মেসেজও রয়েছে। এ সময়ে হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে।’ অপু-জয় ছাড়াএ এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ।
ট্র্যাপ মুক্তির পরের সপ্তাহে হলে আসবে অপুর আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানের এ সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর বিপরীতে রয়েছেন নিরব হোসেন। ছায়াবৃক্ষ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘চা-শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ছায়াবৃক্ষ। গল্পনির্ভর একটি সিনেমা। এত দিন দর্শক আমাকে গ্ল্যামারার্স লুকে দেখেছেন। এবার দেখবেন ভিন্ন লুকে।’
এ সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছেন অপু। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ওজন কমানোর পাশাপাশি করতে হয়েছে কালো মেকআপ। অপু বলেন, ‘সাধারণত অভিনয়শিল্পীদের মেকআপ করা হলেও এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে মুখে কালো রং ব্যবহার করে মেকডাউন করা হয়েছে। চরিত্রের মতো করে নিজেকে তৈরি করতে হয়েছে। চরিত্রটিকে ধারণ করার জন্য আমার ওজন কমাতে হয়েছিল অনেকখানি।’
ছায়াবৃক্ষ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। ছায়াবৃক্ষের গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা।
নতুন বছরটা দারুণভাবে শুরু হয়েছে অপু বিশ্বাসের। অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়। এবার নতুন সিনেমা নিয়ে আসছেন দর্শকের সামনে। একটি নয়, ফেব্রুয়ারি মাসে পরপর দুই সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর। ৯ ফেব্রুয়ারি ‘ট্র্যাপ’ এরপরের সপ্তাহে মুক্তি পাবে ‘ছায়াবৃক্ষ’।
দুই সিনেমার মুক্তি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি একজন অভিনয়শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। ভিন্ন ধরনের দুটি গল্প নিয়ে বছরের শুরুতে দর্শকের সামনে আসতে পেরে ভালো লাগছে। আশা করছি, সবার ভালো লাগবে। বরাবরের মতো এবারও দর্শক বাংলা সিনেমার পাশে থাকবেন, এমনটিই প্রত্যাশা করছি।’
গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেমপ্রীতির বন্ধন’। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে এই জুটির দ্বিতীয় সিনেমা ট্র্যাপ। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমাটি বানিয়েছেন দ্বীন ইসলাম।
ট্র্যাপ নিয়ে অপু বলেন, ‘প্রথমবার সায়েন্স ফিকশন ঘরানার গল্পের সিনেমায় অভিনয় করেছি। গল্পটিতে দারুণ মেসেজও রয়েছে। এ সময়ে হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে।’ অপু-জয় ছাড়াএ এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী প্রমুখ।
ট্র্যাপ মুক্তির পরের সপ্তাহে হলে আসবে অপুর আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানের এ সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর বিপরীতে রয়েছেন নিরব হোসেন। ছায়াবৃক্ষ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘চা-শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ছায়াবৃক্ষ। গল্পনির্ভর একটি সিনেমা। এত দিন দর্শক আমাকে গ্ল্যামারার্স লুকে দেখেছেন। এবার দেখবেন ভিন্ন লুকে।’
এ সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছেন অপু। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে ওজন কমানোর পাশাপাশি করতে হয়েছে কালো মেকআপ। অপু বলেন, ‘সাধারণত অভিনয়শিল্পীদের মেকআপ করা হলেও এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে মুখে কালো রং ব্যবহার করে মেকডাউন করা হয়েছে। চরিত্রের মতো করে নিজেকে তৈরি করতে হয়েছে। চরিত্রটিকে ধারণ করার জন্য আমার ওজন কমাতে হয়েছিল অনেকখানি।’
ছায়াবৃক্ষ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। ছায়াবৃক্ষের গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করেছেন ইমন সাহা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪