পাখি ওড়াও ঘরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৪৩
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৪৪

বাবুকে ডিম খাওয়াতে গেলে কত যে কাণ্ড করতে হয়, তা আর বলতে! মাকে তো পুরো ঘর দৌড়োতে হয়-ই, সঙ্গে ছয় বছরের বড় ভাই তুতানকেও করতে হয় ভুংভাং। তাই আজ সকালে তুতান মাকে বলল, ‘ডিম সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে আমার কাছে দাও মা। আমি এমন কাণ্ড করব, বাবু না খেয়ে কোথায় যাবে?’ মা তুতানের কথামতো একটা বাটিতে দুটো সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে রাখলেন। তুতান মাকে বলল, ‘মা একটু গাজর কুচি করে দাও না।’ মা এনে দিলেন। এরপর তুতান কী করল, চলো দেখি।

  • প্রথমে একটি ডিমের ওপর আরেকটি ডিম টুথপিক দিয়ে গেঁথে বসাল। এরপর দুটো গোলমরিচ বা লবঙ্গ দিয়ে বানাল দুটো চোখ।
  • এক টুকরো লম্বা গাজর কাটা নিয়ে বানাল ঠোঁট। এবার গোল গোল করে গাজর স্লাইস করে কেটে বসিয়ে দিল মাথায়। এটা হলো একটা মুরগির ছানা। তুমিই বলো তো, এমন একটা সুন্দর জিনিস দেখে বাবু কি আর ডিম না খেয়ে থাকবে?

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত