Ajker Patrika

ঝরে পড়ার হার ১৪%

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ঝরে পড়ার হার ১৪%

সারা দেশের মতো আজ  বৃহস্পতিবার রাজশাহী বোর্ডেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি পরীক্ষার আগে নবম ও দশম শ্রেণি থেকে প্রায় ১৪ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। তাদের মধ্যে ২০ দশমিক ৪১ শতাংশ ছেলে এবং ৬ দশমিক ৪৫ শতাংশ মেয়ে। ছেলে-মেয়ের ঝরে পড়ার গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নবম শ্রেণিতে বিভাগের আট জেলায় নাম নিবন্ধন করেছিল ২ লাখ ১৬ হাজার ১৩১ জন পরীক্ষার্থী। কিন্তু এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ৮৬ হাজার ২৫১ জন। অর্থাৎ নবম শ্রেণি থেকে দশম শ্রেণি হয়ে এসএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে ২৯ হাজার ৮৮০ জন। এসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে না।

বিভাগের আট জেলায় ৬ হাজার ৫৭৪ জন ছেলে এবং ২৩ হাজার ৩০৬ জন মেয়ে ফরম পূরণ করেনি। অথচ তারা নবম শ্রেণিতে নাম নিবন্ধন করেছিল। এবার গত বছরের তুলনায় প্রায় ১১ হাজার জন পরীক্ষার্থীর সংখ্যাও কম। সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনেও আজ বৃহস্পতিবার থেকে বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ১০ হাজার ১৫৪ জন। এ ছাড়া ১৯৫ জন মানোন্নয়ন পরীক্ষা দেবে। 
গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থী কম ১০ হাজার ৯৬৮ জন। এবার ১ লাখ ১ হাজার ৫৩৫ জন ছাত্র এবং ৯৫ হাজার ৬৫ জন ছাত্র পরীক্ষায় বসবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক বিভাগ থেকে ৯৯ হাজার ৫৮২ এবং ব্যবসায় শিক্ষা থেকে ৯ হাজার ৩৩৪ পরীক্ষা দেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বিভাগের আট জেলায় আজ ২৭০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হচ্ছে। এসব কেন্দ্রে ২ হাজার ৬৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা 
পরীক্ষা দেবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কয়েক দিন আগে থেকে সব প্রস্তুতি নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত